BREAKING NEWS

6/recent/ticker-posts

'অপরাজিতা' দুর্গার অপর নাম

'অপরাজিতা' দুর্গারই আরেক নাম তাই দুর্গাপুজোর কার্নিভাল এ 'অপরাজিতা' যথেষ্ট প্রাসঙ্গিক। পোস্টার এর লেখা আছে প্রত্যেক অভয়ার ত্রিশূল হবে অপরাজিতা বিল কিন্তু পথনাটিকার শুরুটা একটু আর জি করের ঘটনার ধরনের শুরু দেখেই ভ্রু কুঁচকেছেন  দুর্গাপুর এর দুর্গাপূজা কার্নিভালে উপস্থিত সাধারণ মানুষ থেকে নেটিজনদের একাংশ।
দুর্গাপুরে দুর্গাপুজোর কার্নিভালে শাসক দলের নেতা মন্ত্রীরা থেকে মঞ্চে তখন প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর মতন হেভিওয়েট মঞ্চে বসে। সেই সময়ই ফুলঝোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের উপস্থাপনায় তুলে ধরল আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে একটি পথ নাটিকা আর দেখা গেল ' উই ওয়ান্ট জাস্টিসের' মতন সংলাপ যখন শোনা গেল আর সেখান থেকেই গুঞ্জন শুরু হয়ে গেলো। কিন্তু সরকার বা শাসক দল ও তো অতীতে স্লোগান দিয়েছে বিচারের জন্যে হয়ত সেটাই বোঝাতে চেয়ে বিচারকদের আর  নজরে আস্তে চেয়েছিলেন পূজা উদ্যোক্তাদের।কিন্তু না একটু অপেক্ষা করতে হবে এই পথনাটিকার সঙ্গে তারা অপরাজিতা বিল কে উপস্থাপনা করার চেষ্টা করেছেন, তারা বোঝাতে চেয়েছেন অপরাজিতা বিল রাজ্য সরকার এনেছে  নারীদের সুরক্ষার জন্য। ফুলঝোর সার্বজনীন এর যে বার্তা কার্নিভালে  দিতে চেয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার ও চাইছে এই ধরনের নৃশংস ঘটনার বিচার হোক আর এই ঘটনারই প্রতিবাদে নারীদের সুরক্ষার জন্যে অপরাজিতা বিল নারীদের কাছে এক অস্ত্র সমান।  মূলত ফুলঝোড় সার্বজনীন এর দুর্গাপুজোর এই কমিটির সঙ্গে যে দুটি জনপ্রিয় নাম দুর্গাপুরের মানুষের কাছে জনপ্রিয় সেই দুজন হলেন।  দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের এমআইসি দীপঙ্কর লাহা ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন উদয়ন চৌধুরীর নাম। শুরুতেই তাদের এই পথনাটিকা কার্নিভাল প্রাঙ্গণে উপস্থিত দর্শকের কাছে এক আলোড়ন ফেলে দিয়ে যায়। এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এটা একটা পথনাটিকা যার মাধ্যমে সরকারের কাজের বার্তা দেওয়া হয়েছে, এর মধ্যে কোন নেতিবাচক ঘটনা তিনি লক্ষ্য করছেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ