BREAKING NEWS

6/recent/ticker-posts

প্রিয় নরেনের দায়িত্ব আরো বাড়ল , এবার গুরুজীর লাস্টমিনিট সাজেশন বাঁকুড়ার এন্ট্রান্স পরীক্ষা

তৃণমূল নেত্রীর প্রতিদিনই অত্যন্ত প্রিয় থেকে প্রিয় হয়ে উঠছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী । আর শুধু তৃণমূলের নেত্রী বা মন্ত্রী নয় দলের কর্মী সবার কাছের মানুষ নরেন্দ্রনাথ । সমাজের প্রতিটা মানুষ আজ তার প্রতি সন্তুষ্ট তার কাজে ও ব্যবহারে আর তার সুফল অনেকটাই পেয়েছেন বলে অনুমান করছে পশ্চিম বর্ধমান এর তৃণমূল সমর্থকরা । 
এহেন জেলা সভাপতি কে আরো গুরুত্ব দিয়ে বাঁকুড়া জেলার নেতৃত্ব কে সহায়তা করার নিদান দিলেন তৃণমূল নেত্রী বলে জানা যাচ্ছে আর তাই পশ্চিম বর্ধমান এর মমতার লক্ষ্য নরেন আজ লাস্ট মিনিট সাজেশন দিচ্ছেন বাঁকুড়ার সংগঠন কে । 
আজ ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন এ দেখা গেল কর্মীদের নির্দিষ্ট কিছু নির্দেশ তিনি দিলেন দলীয় প্রার্থী কে জেতাতে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও দলের যুবরাজ অভিষেক রাজ্যের যেসব জায়গায় সভা করে যাচ্ছেন ঠিক সেই সব জেলার অধিকাংশ জায়গায় বিজেপির প্রার্থীর জন্য প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সভা দেশের মানুষ দেখছেন ।
আর এই সব মাথায় রেখে তৃণমূল নেত্রীর নির্দেশই পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি কে দেখা গেল বাঁকুড়ার কর্মী সভায় গুরুত্বপুর্ন ভূমিকায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ