একদিকে চলছে লোকসভার নির্বাচন আর চারদিকে সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ যখন তৃণমূল বিজেপি কর্মী থেকে নেতাদের মধ্যে উতপ্ত বাক্য বিনিময়,ধস্তাধস্তি গাড়ি ভাঙচুর ঠিক সেই সময়ই অবৈধ দখল উচ্ছেদ এর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হাজির হয় বুলডোজার বাহিনী বলে অভিযোগ করেন রাজ্যের গ্রাম ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আজ ভোটের দিন সকালে ভোটার দের প্রভাবিত করায় হোক বা অন্য যেকোন উদ্দেশ্যেই হোক বুলডোজার নিয়ে হাজির হতেই প্রতিরোধ গড়ে তোলা হয় তৃণমূল কংগ্রেস এর তরফে ।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মানুষ এই সব কাজের হিসাবে তাদের মত প্রকাশ করবেন ভোট বাক্সে । মন্ত্রী আরো বলেন রাজ্যের তরফে ডি,এস,পি কর্তৃপক্ষ কে 4000 একর জমি দেওয়া হয়েছিল কারখানা সম্প্রসারণ ও বেকার ছেলেদের নিয়োগ কে সামনে রেখে আর এখানেই তিনি এই বিষয় টিকে জোড় দিয়ে বলার চেষ্টা করেন ।
তিনি আরো বলেন মমতা ব্যানার্জীর জনমুখী প্রকল্প গুলি আজ মানুষের কাছে দৃষ্টান্ত আর সেই সঙ্গে জেলার সমগ্র তৃণমূল এর নেতা থেকে কর্মী সকলের প্রচেষ্টায় ফলাফলের অপেক্ষা 4ই জুনের ।
0 মন্তব্যসমূহ