গনতন্ত্রের শ্রেষ্ট উৎসব এর শুরু হতে আর কিছু দিন বাকি । এমত অবস্থায় সবাই নিজের নিজের মতো করে নিজেদের সাজিয়ে তুলছেন । কিন্তু এখানে বড় প্রশ্ন মানুষ কার হাতে তাদের লোকসভা কেন্দ্রের শাসন তুলে দেবে ? দুর্গাপুর এর মানুষের কি দরকার ? কি সমস্যা ? এগুলো নিয়ে আলোচনা বা নির্দিষ্ট ইস্যু গুলোর থেকেও এখন দুর্গাপুর কে গরম আবহাওয়া তে এগিয়ে নিয়ে চলেছেন শাসক ও বিরোধী পক্ষ । সকাল হলেই কেউ পার্কে বসে না হলে রাস্তায় অথবা কখন ডান্ডা হাতে অবাঞ্চিত লোকের বিরুদ্ধে প্রাতভ্রমন করছেন ।
প্রশ্ন দুর্গাপুর কি এগুলো আগে দেখেছে ? দুর্গাপুর কি এগুলো দেখতে চাই ?
সেদিক থেকে সিপিএম কংগ্রেস জোট কিন্তু এই কাদা ছোড়াছুড়ি থেকে দূরে থেকে তাদের সংস্কৃতির পরিচয় দিচ্ছে এমন টায় দেখা যাচ্ছে । সিপিএম এর বিরোধীদের বক্তব্য সিপিএম এর সংগঠন দুর্বল বলে হয়ত চুপ । কিন্তু বামফ্রন্ট মানুষিকতার মানুষের বক্তব্য দুর্গাপুর বাসী এই দু পক্ষের দুর্গাপুরের ইস্যুহীন বিবাদে অতিষ্ঠ হয়ে বামফ্রন্ট কেই কাজের মানুষ হিসাবে বেছে নিতে পারে ।
0 মন্তব্যসমূহ