সিপিএম এর মতই ধীরে ধীরে তৃণমূলেও আসছে যুব নেতাদের সামনে আনার প্রক্রিয়া। আর 29 নাম্বার ওয়ার্ডের বর্তমানে বহু চর্চিত ও পরিচিত যুব নেতা আশীষ কেশ কে সামনে রেখে এগিয়ে চলার কাজ করছে তৃণমূল । এই লোকসভা নির্বাচন তার কাছে নিজেকে তুলে ধরা আর যোগ্যতা প্রমাণের সম্পূর্ণ সঠিক সময় কারন সামনের পৌর নির্বাচন এর দিকে তাকিয়ে তার ফ্যান ফলোয়ার রা।
এবার দেখা যাক এই যুব নেতার উত্থান এর কিছু কথা।
সালটা 1998 থেকে 2000 সিপিএম এর জমানা। বাঘে গরুতে এক ঘাটে জল খায় সে সময় । আর দুর্গাপুর এর বহু কর্মসূচিতে শোনা নাম গ্রাফাইট ইন্ডিয়ার শ্রমিক ইউনিয়ন থেকে সাধারন রাজনীতি সবটায় পরিচালিত হত প্রয়াত সদানন্দ হাজরা, প্রয়াত মানিক লাল কুমার, বিপ্রেন্দু চক্রবর্তী প্রমুখ নেতাদের ছত্রছায়ায় । আর ঠিক তখন ই একদল দামাল ছেলে বিরোধিতা করে উঠল । য়ে সাগরভাঙ্গা গোলপার্ক বামফ্রন্ট এর উঠোন সে খানেই এই বিরোধী মুখ গুলো নিজেদের আওয়াজ তুলতে শুরু করল ।
এছাড়াও সেই সময় বিরোধী মুখ গুলোর মধ্যে ছিলেন বর্ষীয়ান নেতা সুনীল চ্যাটার্জী ,কংগ্রেসের তৎকালীন বর্তমান তৃণমূল এর স্বপন ব্যানার্জি প্রমুখ নেতারা ।
শঙ্কর মুন্সী আর আশিষ কেশ মুখ্য ভূমিকায় থাকলেও দামাল দের দলে ছিল রাজেন্দর, মানিক,রানা,বাচ্চু স্বপন কুন্ডু, সজল সহ অনেকে । আর প্রতিবাদ এর শুরু সেই সময় । সেই সময় ইলেকশন এ বিজেপি ও তৃণমূল জোট আর সে সময় সিপিএম এর ভয় আরেক তরুণ তুর্কি বিশ্বনাথ পাড়িয়াল ।এদের সঙ্গে ছিল অপূর্ব মুখার্জির আশীর্বাদ আর বিশ্বনাথ এর মতো লরাকু নেতা আর আশিষ দের মতো দামাল টিম সেই বার সিপিএম ময় সগরভাঙ্গা তে বিরোধী ভোটাররা ভয়ে ভয়ে ভোটকেন্দ্রে যাচ্ছে এই দামাল ছেলেগুলোর ভরসাতে । সেই থেকেই ধীরে ধীরে অনেক কর্মকাণ্ডে থাকা এই যুব নেতা আজ 29 নাম্বার ওয়ার্ডের মুখ হয়ে উঠছে । কর্মসূচি থেকে দলীয় গোপন মিটিং সব কর্মসূচি তে যেমন আশিষ এর গুরুত্ব বাড়ছে তেমনি উল্টো দিকে সুনীল চ্যাটার্জী কে নিস্তেজ দেখাচ্ছে বর্তমান রাজনীতি তে । আশীষ ও শঙ্কর একটা সময় বিশ্বনাথ পরিয়াল ঘনিষ্ট হলেও এই দুরত্ব বারে বিশ্বনাথ এর সহধর্মিনী রুমা পারিয়াল এর কাউন্সিলার এর সময় কাল বর্তমানে অপূর্ব মুখার্জীর বিশ্বস্ত সৈনিক আশীষ 29 এর রাজনীতির উদীয়মান মুখ । ধীরে ধীরে রাজনীতির ময়দানে তৃণমূল এর আগামীর দাবিদার । কিন্তু এখানে একটা কথা ভাববার বিষয় আশীষ তার কাছের কর্মীদের উপড়ে তুলে আনলেও কিছু পদ দিলেও তারা কি পারবে আশীষ বা শঙ্কর দের মত সংগঠন কে এগিয়ে নিয়ে যেতে ? না আত্ম অহংকার ডোবাবে ,এগুলো ভবিষ্যতের প্রশ্ন কারন আশীষ কেশ সামনের ভূমিকায় থাকলেও একজন আড়ালে থেকে আশীষ কে যোগ্য সঙ্গত দিয়ে চলেছে তার নাম শঙ্কর মুন্সী আর আশিষ কেশ এর ফ্যান ক্লাব সহ তার প্রকৃত ভালোবাসার কর্মীরা ।
আগামী পৌরসভা নির্বাচন ই বলবে কি ভাবছে দল ?
সঙ্গে থাকুন আমাদের কারন আমরা তুলে ধরি মাটির খবর ,শেকড়ের খবর।
0 মন্তব্যসমূহ