সোমবার এর শুরু টা ছিল ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুর্গাপুর এর 24 নাম্বার ওয়ার্ডের বি ওয়ান মোর এর এলিয়েন্স ক্লাব সংলগ্ন মাঠে প্রাত ভ্রমণ দিয়ে কিন্তু দিলীপ ঘোষ মানেই এলাকার উত্তাপ থাকে বেশি । আর সেরকম ই ঘটনা হলো দুর্গাপুরের 25 নাম্বার ওয়ার্ডের ফুলঝোর এলাকায় । আজ প্রাত ভ্রমণের মেজাজে ফুলঝোর এলাকায় দিলীপ বাবু পৌঁছে জনসংযোগ সহ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় তার বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গে এলাকায় একটা গরম স্রোত বয়ে যায় । দিলীপ বাবু বেরিয়ে যাবার সময় তার পথ আটকে কিছু প্রশ্ন করতে যান এলাকার কিছু মহিলা । প্রথমে তারা দাবি করেন য়ে তারা সাধারন মানুষ , তারা এলাকার মানুষ তাদের প্রশ্ন করার অধিকার আছে তাই তারা বিজেপির প্রার্থী দিলীপ বাবুর কাছে কিছু প্রশ্ন করতে এসেছেন রাজনৈতিক পরিচয় ছাড়া ।
কিন্তু পরিস্থিতি অন্য দিকে ঘুরে যায় যখন এক বিজেপি কার্যকর্তা তাদের কে বোঝাতে যায় তখন তারা তার উপর চড়াও হয় এদিকে দিলীপ বাবু আবার ওই জায়গায় ফিরে এলে উত্তেজনার পারদ বেড়ে যায় মুহূর্তে এলাকা হয়ে ওঠে রণংদেহি ।
স্লোগান আর পাল্টা স্লোগান এ এলাকার চেহারা মুহূর্তে পরিবর্তন হয়ে ওঠে ।এই প্রসঙ্গে দিলীপ বাবু কেও সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় । এলাকায় উত্তেজনার পারদ চরমে ।
0 মন্তব্যসমূহ