BREAKING NEWS

6/recent/ticker-posts

SIR আবহাওয়া গরম ৪০ নাম্বার বুথে

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর, ১১ ই নভেম্বর ২০২৫:- বিজেপির বিএলএ টু কে ব্যাপক মারধরের অভিযোগ। SIR এর এমুনারেশন ফরম বিলি হচ্ছে গোটা রাজ্য জুড়ে তাঁর মধ্যেই দুর্গাপুরের 9 নাম্বার ওয়ার্ডের 40 নাম্বার বুথের বি,এল,এ 2 কে মারধর এর অভিযোগ। আর অভিযোগের কাঠগড়ায় তৃণমূল কে দাঁড় করালেও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। দুর্গাপুর মহকুমা হাসপাতালে গুরুতর জখম * অবস্থায় ভর্তি করা হলো বিজেপির বিএলএ টু কে। সুকুমার সিং নামে ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  দুর্গাপুর পূর্ব বিধানসভার 9 নাম্বার ওয়ার্ডের ৪০ নম্বর বুথের বিএলএ 2 সুকুমার সিং। বিজেপি নেতৃত্ব এই বিষয়ে তৃণমূলের দিকে আঙ্গুল তুললেও মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ