চতুর্থ বর্ষে পদার্পন করল পানাগড় প্রিমিয়ার লীগের ক্রিকেট খেলার মহা মঞ্চ। এই প্রিমিয়ার লীগের উদ্যোক্তা পল্লব ব্যানার্জী জানান যে এলাকার সাধারণ ঘরের ছেলেদের কে একটি মঞ্চের মাধ্যমে সবার সামনে তুলে ধরাই লক্ষ্য নিয়ে এগিয়ে চলা। চার দিনের এই ক্রিকেট লীগের মঞ্চে সমাজের বিশিষ্ট ব্যক্তি ছাড়াও থাকছে বিনোদন জগতের তারকা। প্রথম দিনে উপস্থিত থাকার কথা অভিনেত্রী কৌশানি ও লীগের মূল ফলাফল এর মঞ্চে থাকবার কথা অভিনেত্রী সায়ন্তনির উপস্থিত থাকার। বর্তমান যুগে মোবাইল মুখী যুব সমাজকে খেলার মাঠের উপকারিতা কে বুঝিয়ে মাঠ অভিমুখে আনা যেমন উদ্দেশ্য তেমনি সমাজের অনেক প্রতিভা ঠিক মঞ্চের অভাবে যে জায়গা পায়না সেটা তুলে ধরাই মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিক থেকে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সহ জেলা সভাপতি বিশ্বনাথ বাউরি সহ প্রত্যেকেই সমাজসেবী পল্লব ব্যানার্জী ও বৈশাখী ব্যানার্জীর প্রশংসাই পঞ্চমুখ।
0 মন্তব্যসমূহ