লোকসভা ভোটে মাস্টার স্ট্রোক বিজেপি প্রার্থীর
30th March 2024--(অভি ভট্টাচার্য্য)
বাংলায় মানুষের চোখে কিভাবে পড়তে হয় আর সেটি কিভাবে করতে হয় সেটা গ্রাম বাংলার মানুষের নাড়ীর সঙ্গে জুড়ে থাকা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মহাশয় 100 শতাংশ জানেন ।
একটি পরিচিত কেন্দ্র থেকে হটাৎ করে এক নতুন কেন্দ্রের সকল মানুষের চোখে পড়েছেন তার সহজ সভ্য ভঙ্গিতে । শুধু তাই নয় এখন তিনি শুধু য়ে নজরে এসেছে সেটায় নয় এখন প্রচারের ক্ষেত্রে অনেক এগিয়ে থাকা তৃণমূল এর হেভিওয়েট প্রার্থী বিশ্বজয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ এর একের পর এক বাউন্ডারি কে মাঠে নেমেই সুন্দর ফিল্ডিং দিয়ে শেভ করে দর্শকের নজর কেড়ে নিয়েছে দিলীপ বাবু । চারদিকে যখন আলোচনা বিজেপির প্রার্থীর নির্বাচিত কে হবেন আর তখন ই সবাই কে চমকে এলেন দিলীপ বাবু ।
আর এসেই তিনি তার বাচনভঙ্গি কে হাতিয়ার করে রাজনীতি র অঙ্গিনাকে গরম করে তার নতুন লোকসভা কেন্দ্র যেমন গরম করে তুলেছেন তেমনি তিনি তার কর্মীদের মধ্যে বার্তা দিয়েছেন য়ে "লেটস প্লে"মানে এককথায় উজ্জীবিত করে তুলেছেন কর্মীদের । সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া জগতে আলোড়িত করা নেতা দিলীপ বাবু । একটা সময় ছিল তার বিখ্যাত উক্তি গুলি যেমন গরম করে দিয়েছে রাজনীতির ময়দান , তেমনি তিনি 2024 এর লোকসভার ময়দানে নেমে তার গরম গরম মন্তব্যে এক নিমেষে মিডিয়া থেকে রাজনীতির কেন্দ্র বিন্দুতে । এবার আগামী দিনগুলি তে দেখার তার এই ঝড়ো ব্যাটিং বা ফিল্ডিং এ কতটা বেগ দিতে পারে শাসক দল এর স্বনামধন্য ক্রিকেটার ও লোকসভার পদপ্রার্থী কীর্তি আজাদ মহাশয় কে ।
0 মন্তব্যসমূহ