BREAKING NEWS

6/recent/ticker-posts

রবিবাসরীয় লোকসভার প্রচার জমজমাট ও ঘটনাবহুল

রবিবাসরীয় প্রচার তো হলো সব দলের কিন্তু দুর্গাপুর বর্ধমান এর প্রার্থীদের এই প্রচার এ দুর্গাপুরবাসীর প্রতি প্রতিশ্রুতি কি ? ইস্যু কি ? চিন্তা ভাবনা কি ? এগুলো নিয়ে আলোচনা কম কেন ? আদর্শ কি ? লক্ষ্য কি ? 
আচ্ছা বেঙ্গল লেন্স কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজছে সেগুলো ই আলোচনা করতে আসছি । 

প্রতিদিনের মত সকাল টা শুরু করেছিলেন তৃণমূল প্রার্থী স্নিগ্ধ বাতাসে টাউনশিপ এর রাস্তায় ,বাজারে আমজনতার মধ্যে থেকে আর তার এই রাজনৈতিক প্রচারে তার সর্বক্ষণের সঙ্গী জেলা সভাপতি নরেন্রদ্রনাথ চক্রবর্তী । মন্ত্রী প্রদীপ মজুমদার ও তার সাধ্যমত সঙ্গ দিচ্ছেন তৃণমূল এর হেভিওয়েট প্রার্থীকে  কিন্তু বেলা বাড়তেই গ্রীষ্মের গরম বাতাস প্রচার এর গরম ও  বাড়িয়ে দিয়ে আলোচ্য  বিষয় দলীয় প্রচার চলাকালীন বিশৃঙ্খলা দলীয় কর্মীদের মধ্যে যার ফলস্বরূপ মন্দিরের সিঁড়িতেই প্রার্থীর মাথা নিচু করে দু হাত তুলে ঈশ্বর ভজন করার ছবি দেখা গেলেও প্রার্থী মন্তব্য করেন য়ে এটা অতি ভক্তি বা অতি প্রেম অবশ্য সেটা নিয়ে রাজনীতির সমালোচনা করতে ছাড়েনি বিরোধীরা । 
এবার প্রশ্ন এ কি প্রচার হচ্ছে ? কিসের প্রচার হচ্ছে ? শাসক দল যেহেতু তাই দলীয় কর্মী বেশি থাকলেও প্রচার টা কি হচ্ছে ? কর্মীরা তাদের দলের নীতি গুলো সাধারন মানুষের কাছে বলবে , সাধারন মানুষ কে বলবে য়ে তাদের প্রার্থী কি করবে ? কি দেবে সুবিধা সাধারন মানুষ কে ? আদেও কি এগুলো পৌঁছাচ্চে না শুধু একটা ভিড় আর সেখানে বেশ কিছু ফ্ল্যাগ আর দলীয় কর্মীরা হাঁটছে কোথাও বেশি ই হাঁটছে এগুলো ই হচ্ছে । এরকম অনেক প্রশ্ন নিয়ে আমরা উত্তর এর খোঁজে 
এবার আসি প্রধান বিরোধী দল বিজেপির অবস্থান এর উপর । 
বিজেপির বিগত লোকসভায় দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের জয়ী প্রার্থী ছিলেন এস এস আলুবালিয়া কিন্তু প্রশ্ন তো এখানেই অনেক ।
বর্তমানে এই কেন্দ্রে নজরকাড়া প্রার্থী দিলীপ ঘোষ কে নিয়ে দলীয় কর্মীরা উজ্জ্বিত হলেই তো ভোট বৈতরণী পার হবে না সেটা বিলক্ষণ জানেন রাজনীতির ময়দানের সবাই অবশ্য সেক্ষেত্রে তৃণমূল এর অতিরিক্ত কাউন্টার ই কি অনেকটাই মাইলেজ দিয়ে রেখেছে বিজেপি প্রার্থী কে যিনি এমনিতেই রাজ্য রাজনীতির আঙ্গিনায় আলোচনার কেন্দ্রে থাকেন ।
কিন্তু প্রশ্ন হলো বিগত বিজেপির এম,পি সাহেব কি কি কাজ করেছেন বা পার্লামেন্ট এ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের কতবার প্রশ্ন উত্তর এর সম্মুখীন হয়েছেন বা এই কেন্দ্রের উন্নতির জন্য তিনি কি কি দাবি রেখেছেন পার্লামেন্ট এ এই সব তথ্য কি সামনে আসছে ? বিজেপির একটা দাবি প্রায়শই শোনা যায় ডবল ইজ্জিন সরকার এর কথা কিন্তু এবার প্রশ্ন বিগত বিজেপির এমপি সাহেব এস এস আলাবালিয়া সাহেব কি কি প্রস্তাব রেখে কি কি কাজ বের করে আনলেন তার কি কোন হিসাব দিয়েছেন না তিনি জনগণের সেই প্রত্যাশা পূরন করতে পারলেন না এই সব ইস্যু গুলো নিয়ে কেন ভোট ময়দানে কথা শোনা যাচ্ছেনা । বা আগামী দিনে তার লক্ষ্য কি এগুলো কি জনগণের সামনে আসছে ? 
না শুধুই দিদি এর মোদী এটায় লাইন অফ টার্গেট 
আর ব্যাক্তিগত কাদা ছোড়াছুরি করা বা বাজেট গরম করা আমি তুমি ? 
সাধারন মানুষ কি লক্ষ্যে ভোট দেবে না নচিকেতার গানের লাইন গুলোই যথার্থ ? প্রশ্ন টা রয়েই যাচ্ছে
 এবার কিন্তু কথা বলতেই হবে cpm মনোনীত প্রার্থী ডাক্তার সুকৃতি ঘোষাল এর কথায় এখানে বামপন্থীরা তাদের নিজস্বতা বজায় রেখে চলেছেন বিরোধীদের মার্জিত টিপ্পনী করছেন আর কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকলেও cpm আমলে বন্ধ হওয়া Mamc বা hfc কারখানা র ইস্যু শোনা যাচ্ছে কি ? গ্রাফাইট কারখানা কে কেন্দ্র করে প্রায়শই তাদের মুভমেন্ট নজর এ আসে মানে মিছিল এর শেষ বা শুরু কিন্তু প্রশ্ন এখানেও অনেক গ্রাফাইট এ তাদের আমলে য়ে বিশাল পরিমাণ রিকুর্মেন্ট হয়েছিল ও সেই কারখানা তে তাদের শ্রমিক এর একটা ভিড় থাকলেও এখন কারখানার ভেতরে কোন নির্বাচন বা রিকূর্মেন্ট এর বিষয় এ তাদের কোন মুভমেন্ট নেই কেন এটায় প্রশ্ন ? অথবা বাম আমলে গড়ে ওঠা একাধিক স্মল স্কেল ইন্ডাস্ট্রি তে শ্রমিক নিয়োগ থেকে পলিউশন মেটার এ তাদের মুভমেন্ট কি দুর্গাপুর বাসীর চাওয়া পাওয়া র মধ্যে পড়ে ? প্রশ্ন কি এখানেও 
প্রার্থী হিসাবে জেলার মানুষ ও একজন শিক্ষাবিদ এব্যাপারে নিশ্চিত হলেও প্রশ্ন থেকে যায় য়ে কতটা লড়াই তিনি দিতে পারবেন ও কি কি তার লক্ষ্য তার কেন্দ্রের জন্য ? দুর্গাপুর বর্ধমান এর জনগণের কাছে ওই দুর্নীতির গল্প বা কে কি করেছে এই প্রশ্নের থেকেও বড় চাহিদা কি দুর্গাপুর এর কর্ম সংস্থান বা দুর্গাপুর এর শিল্পনগরীর মুকুটের সম্মান রক্ষা করা  নয় কি ? গরীবের দল বলে পরিচিত বামফ্রন্টের য়ে হওয়া বর্তমান জেনারেশন এর তরুণ তুর্কি রা নিয়ে এসেছেন সেটা কিন্তু লক্ষনীয় বামফ্রন্ট কিন্তু 2014 থাকে 2016 একের পর এক তরুণ মুখ দীপসিতা থেকে মীনাক্ষী আবার সতরুপ থেকে  আরো অনেক তরুণ তুর্কি দের য়ে দল কে সামনে রেখে এগিয়ে চলেছে সেখানে দুর্গাপুর বর্ধমান এর জন্য একটি তরুণ মুখ বামফ্রন্ট কে বেশি অ্যাডভান্টেজ দিতে পারত না প্রশ্ন এখানেও ?

মোট কথা রবিবাসরীয় প্রচার কিছু ঘটনা বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে এক কথায় কি দিশাহীন প্রচার এর ঝলক ??

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ