BREAKING NEWS

6/recent/ticker-posts

' উত্তরের সংকটে পাশে দক্ষিণ '

অভি ভট্টাচার্য, ৮ই অক্টোবর ২০২৫:- 
 উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শিকার অসংখ্য মানুষ ও সেখানকার পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আর সেই ভয়াবহতাকে কাটিয়ে উঠতে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন দক্ষিণবঙ্গের বণিক সমাজ। আটই অক্টোবর সন্ধ্যে সাড়ে ছটার সময় দুর্গাপুর এড়িয়ে গিয়ে বিল্ডিংয়ের দুর্গাপুর বণিক সভা পক্ষ থেকে ঘোষণা করা হয় উত্তরবঙ্গের এই সংকটে সময়ে তারা মুখ্যমন্ত্রী তান তহবিলে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের তরফ থেকে 5 লক্ষ টাকার একটি চেক দেওয়া হবে। মানুষের সংকটে অহেতুক রাজনীতি না করে সর্বতোভাবে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন দুর্গাপুর চেম্বার অফ কমার্সের বণিক সভা। সাংবাদিক দের মুখোমুখি এই ঘোষণা কালে উপস্থিত ছিলেন দুর্গাপুর বণিক সভার পক্ষ থেকে বিশিষ্ট উদ্যোগপতি চন্দন দত্ত, রমা প্রসাদ হালদার, আড্ডা র চেয়ারম্যান তথা উদ্যোগপতি কবি দত্ত সহ বিশিষ্ট বনিকসভার ব্যক্তিরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ