BREAKING NEWS

6/recent/ticker-posts

বিকল ভিপি প্যাড সেপকো টাউন্সীপ কমিনিটি হল এর 112 নাম্বার বুথে

অভি ভট্টাচার্য - ভোট শুরু হতে আর কিছুক্ষণের অপেক্ষা । লাইনে নবীন প্রবীণ এর মতদান দেবার উন্মাদনা চোখে পড়ার মতো কিন্তু শেপকো টাউনশিপ এর ছন্দপতন শুরুতেই 112 নাম্বার বুথের ভিপি প্যাড খারাপ আর তাই ভোট শুরুহতে কিছুক্ষণের বিলম্ব হবার সম্ভাবনা । বুথ থেকে প্রিজাইডিং অফিসার এই বিষয়ে সেক্টোর অফিসে খবর দেওয়া হয়েছে বলে জানান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ