BREAKING NEWS

6/recent/ticker-posts

কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, পান্ডবেশ্বর:- উন্নয়ন তার লক্ষ আর পান্ডবেশ্বর এর যেকোন সমস্যা সমাধানে তাঁর প্রচেষ্টা সব সময় এমনি বক্তব্য তাঁর অনুগামীদের  আর এসবের মধ্যেই ২কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে বিলপাহাড়ি গ্রামের সীমানাপাঁচিল নির্মাণকার্যের শুভারম্ভ করলেন বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী।
 ECL এর অর্থানুকূল্যে, পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের নবনির্মিত বিলপাহাড়ি গ্রামের সীমানা প্রাচীরের কাজের শুভারম্ভ হল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ECL এর জেনারেল ম্যানেজার অমিতাভ ভট্টাচার্য, হরিপুর পঞ্চায়েতে প্রধান আশা মন্ডলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিলপাহাড়ি গ্রামের পুনর্বাসনের ফলে সীমানা প্রাচীরের প্রয়োজন ছিল সেই মোতাবেক, এই সীমানার প্রাচীর টি কাজ শুরু করা হলো। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন বলেন, নতুন বিলপাহাড়িতে এই সীমানার প্রাচীরটি প্রয়োজন ছিল।ECL কে ধন্যবাদ জানাই অতি দ্রুত এ কাজটি মানুষের কাছে তুলে ধরার জন্য । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ