' আবার এসো মা ' তিথি অনুযায়ী দশমী পড়তেই সাবেকি পূজার মন্দির চত্বরে বাড়ির উমাদের সিঁদুর খেলায় মেতে ওঠার দৃশ্য দেখা যায়। সাবেকি পূজা গুলোর মধ্যে দুর্গাপুর এর ইতিহাসে জড়িয়ে থাকা নডিহার মুখার্জ্জী ও ব্যানার্জ্জী দের জমিদার পরিবার ও সাগরভাঙ্গা চ্যাটার্জী দের জমিদার পরিবারের পুজোর কথা বিভিন্ন সময়ে খবরের শিরোনামে উঠে আসে। পূর্বতন জমিদার পরিবার দের এই পূজাগুলি তে তিথি, নক্ষত্র অনুযায়ী সকল নিষ্ঠা সহকারে পূজা এক কথায় এই পরিবার গুলোর বৈশিষ্ট বহন করে।প্রায় তিন শতাধিক বছরের ইতিহাস বহন করে আসা এই দুর্গাপূজাতে পরিবারের সবাই তাঁদের কর্মক্ষেত্র থেকে মন্দির প্রাঙ্গনে ছুটে আসে ঢাকের ধ্বনিতে মাতোয়ারা হতে ।বাড়ির উমারা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে সৌভাগ্য কামনার সঙ্গে দশমির এই মুহুর্তে একদিকে যেমন আনন্দে মেতে ওঠেন আবার তারই সঙ্গে নব পত্রিকার বিসর্জন এর বাদ্য বেজে উঠলে মনের কোনে সামনের বছরের অপেখ্যার চিত্র ফুটে ওঠে।আর পরিবারের প্রতিটা সদস্যর অপেখ্যায় মন্দির এর প্রজ্ঞন যেন অপেখ্যা করে কবে হবে চিন্ময়ী মায়ের সঙ্গে মিন্ময়ী মায়ের আগমন। পরিবারের সদস্য অনুপ্রিয় মুখার্জী, সুমন ব্যানার্জ্জী প্রত্যেকেই বিজয়ার পরক্ষনেই সামনের বছরের জন্যে প্রতীক্ষারত। এই দুর্গাপূজা তাঁদের আবেগ ও অনুভূতির সঙ্গে জড়িত আর সেই সঙ্গে এই পূজার নীতি, আচার ও অনুষ্ঠান এলাকার ধর্মপ্রাণ মানুষের কাছে এক বিশেষ ভূমিকা রাখে।
0 মন্তব্যসমূহ