সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২৪ শে ডিসেম্বর ২০২৫ :-প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রাণ পুরুষ অটল বিহারী বাজপায় জীর ১০১ তম জন্ম দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ উদযাপন করছেন দুর্গাপুরের বিজেপি কর্মীরা আর এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলি জানান
বিজেপির প্রাণ পুরুষ অটল বিহারী বাজপায় জীর দেখান পথে চলা তাঁদের জীবনের লক্ষ্য তাই তাঁর উক্তি সেবাই পরম ধর্ম এই মন্ত্রতে অনুপ্রাণিত হয়ে এই এক সপ্তাহ তাঁদের প্রাণ পুরুষ অটল জীর জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি। এই অনুষ্ঠানে তারা গরিব মানুষদের মধ্যে শীত বস্ত্র সহ মূলত ছোট ছোট শিশুদের মধ্যে নতুন
বস্ত্র বিতরনের মধ্যেই সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের সূচনা করেন দুর্গাপুর টাউনশিপ এর কাশিরাম দাস এলাকা থেকে। উক্ত অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা দেখা যায় মন্ডল প্রেসিডেন্ট ঝুমা ব্যানার্জী,স্বাগতম দে,বাবু সিং,বিশু ভট্টাচাৰ্য সহ একাধিক ব্যক্তিদের। স্থানীয় মানুষের কাছে বড়দিনের প্রাক্কালে এটা সান্তার দেওয়া উপহার এর মতো আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
0 মন্তব্যসমূহ