সন্দীপ ভট্টাচার্য,দুর্গাপুর :-
দ্বিতীয় দিনে পড়ল পৌর স্বাস্থ্য কর্মীদের কর্ম বিরতি। রাজ্যব্যাপি এই আন্দোলন এর সঙ্গে সামিল শহর দুর্গাপুর এর পৌর স্বাস্থ্য কর্মীবাও। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার দুপুর ১২ টা থেকেই কর্মবিরতিতে তাঁরা । কাজ বন্ধ রেখে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে সামিল হন রাজ্য পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা। এর জেরে পৌর স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনা প্রসঙ্গতে জানা যায়, দুর্গাপুর নগর নিগম এলাকায় মোট প্রায় ১৫০ জন পৌর স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন তারা কখন পৌরসভার গেটে কখন পৌরসভার সামনের রাস্তার ধারে বসে থাকছেন। গতকাল থেকে সকলেই কর্মবিরতিতে অংশ নেন। তাঁদের মূল দাবি দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়া এবং চুক্তিভিত্তিক কর্মীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা। বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পাল। তিনি বলেন,“আমাদের দাবি অবিলম্বে পূরণ করতে হবে। দীর্ঘদিন ধরে আমরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনও সুরাহা হয়নি। দাবি না মানা হলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করব না, তিনি বলেন বিগত ২২ শে আগষ্ট মুখ্যমন্ত্রী সহ ১১ই নভেম্বর জনাব ফিরহাদ হাকিম এর দপ্তরে যাবার পরেও কোন্ দেখা না পেয়ে কোন্ সদুত্তর না পেয়ে আজ আন্দোলনের পথে তারা, ৫৪ টি ক্যাটাগরিতে বিভক্ত স্বাস্থ্য কর্মীরা আজ বঞ্চিত। সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও এই আন্দোলন চলবে, তিনি বলেন য়ে তাঁদের দাবী গুলি হলো 1) নূন্যতম ৮ ঘণ্টা কাজের সময় সীমা বেঁধে দেওয়া। 2) নূন্যতম ১৫ হাজার টাকার বেতন। 3) পিএফ ও ই এস আই চালু করা। 4) কর্মরত অবস্থায় মারা গেলে 5লক্ষ টাকা অনুদান। 5) ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের ভি,আর,এস এর ব্যবস্থা করা। উল্টোদিকে এ বিষয়ে দুর্গাপুর পৌরনিগমের বোর্ড অফ এডমিনেস্ট্রেশনের বর্তমান দায়িত্বে থাকা ধর্মেন্দ্র যাদব বলেন এটা রাজ্যব্যাপী স্বাস্থ্যকর্মীদের দাবী কিন্ত্ত তিনি অনুরোধ করেন কাজ বন্ধ করে এই দাবী আদায়ে কর্মবিরতি না করে কাজ চালিয়ে যাবার সাথে তাঁরা তাঁদের দাবী জানালে সেটি বেশী উচিত বলে তিনি মনে করেন।
0 মন্তব্যসমূহ