সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২৩শে নভেম্বর ২০২৫:-
উত্তরনের 'উত্তরণ' চলছে নক্ষত্রের মতো। আজ সংস্থার দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠানে সন্ধ্যার সিন্গ্ধ আবহাওয়াতে সংস্থার এই পথচলার বিভিন্ন দিকগুলি যেমন উঠে এসেছে তেমনি আজ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট টি উদবোধন করেন দুর্গাপুর এর মহকুমা শাসক সুমন বিশ্বাস।সংস্থার কর্ণধার ইন্দ্রপ্রতিম ভট্টাচার্য, দেবদাস চৌধুরী ও জয়শ্রী মুখার্জী জানান দুর্গাপুর সহ আসেপাশের এলাকার আধুনিক পড়াশুনার জগতে কম্পিউটার এখন অতি প্রয়োজনীয় এক বিষয়। আর এই বিষযে যে সংস্থা উল্লেখযোগ্য ভাবে শিক্ষার ক্ষেত্রে দুর্গাপুর শিল্পাঞ্চলে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে তাঁর নাম 'উত্তরন'। সংস্থার দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠানের বিশেষ দিনে ছাত্র ছাত্রী থেকে সংস্থার প্রশিক্ষকদের উৎসাহ ও উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সংস্থার অতিথি হিসাবে এসে সংগীতে মন জয় করেন অঙ্কিতা সুত্রধর। সংস্থার প্রশিক্ষক থেকে উপস্থিত গুনিজন দের সম্মানিত করা হয়। ' উত্তরণ ' যৌনকর্মীদের ছেলেমেয়েদের যেমন সমাজে মাথা তুলে উঠে দাঁড়াবার জন্যে ' দুর্বার ' এর সঙ্গে হাতে হাত মিলিয়ে শিক্ষার প্রসার ঘটিয়ে চলেছে তেমনি পাশাপাশি সমাজের বিভিন্ন প্রান্তিক এলাকাগুলি তে সমাজের পিছিয়ে পড়া পড়ুয়া দের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বহু সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে। পাশাপাশি দুস্থ ছাত্রছাত্রী দের পাঠ্য সামগ্রী বিতরণ করে থাকে।
0 মন্তব্যসমূহ