BREAKING NEWS

6/recent/ticker-posts

ইনফোর্সমেন্ট হানা দিল কোথায়? আর কেন ?

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর :- নরেন্দ্র খারকে, সুশান্ত গোস্বামী, রামধানি জয়সওয়াল,লোকেশ সিং, চিন্ময় মন্ডল, অনিমেষ মাঝি, যুধিষ্টির ঘোষ ও রাজকিশোর যাদব এই নামগুলি নিয়ে সকাল থেকে পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে খবরের শিরোনামে চর্চা শুরু কিন্তু কেন?  শিল্পাঞ্চল সহ পশ্চিম বর্ধমানে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় সাত জায়গায় চলছে ইনফোর্সমেন্ট ডিরেক্টর এর তল্লাশি। সকাল সকাল শিল্পাঞ্চলে একটি গুঞ্জন এবং প্রশ্ন সৃষ্টি হয়েছে। যে প্রশ্ন উঠছে যাদের অফিস বা বাড়িতে ইনফোর্সমেন্ট ডিরেক্টর  তল্লাশি চালাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিরা কি কোন ভাবে অবৈধ কয়লা বা বালি ব্যবসার সঙ্গে যুক্ত? প্রশ্ন এটাও উঠছে যে তাদের পূর্ব কি কোন এরকম ধরনের রেকর্ড আছে ?  যদি থাকে তাহলে বারবার তারা কি করে কিসের উপর ভিত্তি করে এই রকম কারবারের সঙ্গে জড়িয়ে পড়ছে?  কেইবা আছে এদের পেছনে?  একদিকে এস,আই,আর  এর ফরম পূরণের কাজ নিয়ে প্রতিদিন নিত্যনতুন খবর সেখানে ভোরের আলোয় অন্যদিকে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের এই তল্লাশি নিয়ে শিল্পাঞ্চলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষন ধরে চলা এই তল্লাশি তে কী উঠে আসে সেই দিকেই তাকিয়ে শিল্পাঞ্চল। প্রশ্ন তাহলে শিল্পাঞ্চলের কয়লা আর বালি ব্যবসা কী চলছে রমরমিয়ে ? 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ