BREAKING NEWS

6/recent/ticker-posts

খ্রীষ্টমাসের অন্তিম প্রস্তুতি তুঙ্গে

সন্দীপ ভট্টাচার্য,দুর্গাপুর ২৪শে ডিসেম্বর ২০২৫:- আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা আর তারপরে বছর শেষের প্রস্তুতি শুরু আর বছর শেষের প্রস্তুতিটা বড়দিন থেকে শুরু হয়ে যায়। শিল্পাঞ্চলের 
সেরকমই প্রস্তুতি এখন তুঙ্গে দুর্গাপুরের সেন্ট টেরেসা ক্যাথলিক চার্জের। বিগত ৫৩ বছর ধরে এই চার্জের ২৫ ডিসেম্বরের দিনটি হয়ে ওঠে এক উৎসবমুখর ও বিভিন্ন ধর্মের মানুষের মিলনক্ষেত্র। আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে প্রায় লক্ষ্যধিক মানুষের সমাগম হবার দাবী করেন সেন্ট টেরেসা ক্যাথলিকের সেক্রেটারি হেনরিক দাস ও ফাদার অবিনাশ কুমার। বিগত ২৩ শে ডিসেম্বর বেশ কিছু দুস্থ মানুষের পাশে তারা প্রতিবারের ন্যায় এবছর ও দাঁড়িয়েছেন যাতে ২৫ শে ডিসেম্বর এর খুশির দিনে তাঁদের মুখে হাসি বা আনন্দ থাকে।
পঁচিশে ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন হিসাবে পালিত হয়ে আসছে আর খ্রিস্টমাসের শুরুর এই দিন শুধু যে খ্রিস্টীয় ধর্মীয় মানুষের কাছে এক উৎসব তা নয় এটি এখন সমগ্র ভারতবাসীর কাছেই একটি  আনন্দময় উৎসবমুখর দিন হিসাবে পালিত হয়ে আসছে। বাঙালির ঘরে ঘরে এখন ২৫শে ডিসেম্বর বা খ্রিস্টমাস কেক এর ব্যবহার বলাবাহুল্য। আর এই উপলক্ষ্যে সেন্ট টেরেসা ক্যাথলিকের প্রস্তুতিও তুঙ্গে, অপেক্ষা এখন কয়েক ঘন্টার।

#highlightsevryone #senttereshacatheleticchargedurgapur #khritsmas #25december 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ