নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর :-দুর্গাপুর সহ জেলায় এখন অব্দি মোট ৭ জায়গায় শুরু হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর এর তল্লাশি। বিধাননগরের যে সমস্ত জায়গায় তল্লাশি চলছে তাঁর মধ্যেই সালারপুরিয়া হাউসিংয়ে শুরু হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর এর তল্লাশি।
ভোর প্রায় ৫:৩০ থেকে ৬ টার মধ্যে ই,ডি অফিসাররা এসে উপস্থিত হয় বিধাননগরের অভিজাত হাউসিং সোসাইটি সালারপুরিয়া গার্ডেনিয়ার এইচ, আই, জি ' টাওয়ার ৫ ' এর ১২b ও ১২c ফ্লাটের জনৈক নরেন্দ্র কারকে ও এল,আই,জি 'এ' ব্লকের জনৈক সুশান্ত গোস্বামী নামক ব্যক্তির বাড়ি সহ জেলার বেশ কিছু ব্যক্তির বাড়িতে। শুরু হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর এর তল্লাশি। সূত্র অনুযায়ী সালারপুরিয়া গার্ডেনিয়াতে ভোর ৫:৩০ থেকে ৫:৪৫ মিনিট এ এনফোর্সমেন্ট ডিরেক্টর এর টীম কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসে এবং ১২b ও ১২c ঘরে কেউ না থাকায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি শুরু করে বলে জানা যায়। এছাড়া পান্ডবেশ্বর এর খোট্টাডিহি এলাকার যুধিষ্টির ঘোষ সহ যে সমস্ত জায়গায় এই তল্লাশি চলছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে। এছাড়া দুর্গাপুর সিটি সেন্টারে ডক্টর কলোনী সংলগ্ন এলাকায় রামধানি জয়সওয়াল ও সিটি সেন্টার মধুসূদন পথের একটি অফিসে ও তল্লাশি চালাচ্ছে ই,ডি অফিসাররা বলে সূত্রের খবর। সূত্র অনুযায়ী এই খবর পাওয়া গেছে যে এই অফিস জনৈক ব্যবসায়ী লোকেশ সিং নামক ব্যক্তির। অফিসটি সশস্ত্র কেন্দ্র বাহিনী দ্বারা ঘিরে রাখা হয়েছে। এছাড়া সুশান্ত গোস্বামী সম্পর্কে ও জানা যাচ্ছে তিনি নরেন্দ্র ক্ষারকের একাউন্টেন্ট হিসাবে পরিচিত এমনই অসমর্থিত সূত্রের খবর। এদিকে লোকেশ সিং এর অফিসে যে ইডি অফিসারদের তল্লাশি চলছে সেই বিষয়ে শিল্পাঞ্চলে গুঞ্জন এই তল্লাশি কি কয়লা ও বালি সংক্রান্ত অবৈধ ব্যবসার?
0 মন্তব্যসমূহ