BREAKING NEWS

6/recent/ticker-posts

আদিবাসী সমাজের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল দুর্গাপুর শিল্পাঞ্চলে

২১শে সেপ্টেম্বর ২০২৫, দুর্গাপুর :- পশ্চিম বর্ধমানের সিটি সেন্টার রবিবার বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে গর্জে উঠল দিশম আদিবাসী গাঁওতা, পশ্চিম বর্ধমান জেলা কমিটির প্রতিবাদ স্লোগানে। রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক আদিবাসী কিশোরীকে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে এদিন পথে নামে তারা। মিছিলের প্ল্যাকার্ডে লেখা, “আদিবাসী মা-বোনেদের উপর বারবার অত্যাচার চলবে না।” তাদের বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী কন্যা ও নারীদের ওপর ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনা ঘটছে, অথচ দোষীরা অধিকাংশ সময়েই আইনের ফাঁক গলে পালিয়ে যাচ্ছে। রামপুরহাটের সাম্প্রতিক ঘটনাই তার দৃষ্টান্ত। খবর অনুযায়ী, ২৮ আগস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয় সপ্তম শ্রেণীর ওই কিশোরী। বেশ কিছু দিন পর এক পরিত্যক্ত ডোবায় মিলেছে তার দেহের খণ্ডিত অংশ। পুলিশ ইতিমধ্যে স্থানীয় স্কুলশিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ এখনও তদন্তাধীন। দেহ এতটাই পচে গিয়েছিল যে প্রমাণ সংগ্রহ কঠিন। বর্তমানে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। দিশম আদিবাসী গাঁওতার জেলা নেতৃত্বের স্পষ্ট দাবি অপরাধীকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ