সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২২শে সেপ্টেম্বর ২০২৫:- প্রতিদিনই এক গুচ্ছ প্রকল্প এর বাস্তবায়ন চলছে দুর্গাপুর মহকুমা জুড়ে আর তারই আর এক অধ্যায় আজ রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ দুপুরে দুর্গাপুর নগর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাসের এভিনিউ রাস্তার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক ড: সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি রমা প্রসাদ হালদার, স্থানীয় প্রাক্তন পুরমাতা অঙ্কিতা চৌধুরী সহ বিভিন্ন ব্যক্তিত্বরা । মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিলো এই রাস্তার বিষয়ে।
0 মন্তব্যসমূহ