BREAKING NEWS

6/recent/ticker-posts

মহালয়ার সকালে পিতৃতর্পন এ পিতৃপক্ষ্যের অবসান ও দেবীর নবরাত্রির সূচনা পর্ব

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২১শে সেপ্টেম্বর ২০২৫ :- পিতৃপক্ষ এর অবসান আর দেবীপক্ষের সূচনা কালে দুর্গাপুর এর দামোদর নদীর তটে প্রায় লক্ষ্ধিক মানুষের ভীড়। দুর্গাপুর ও বাঁকুড়া পুলি প্রশাসনের নজরদারি তে শ্রদ্ধালুদের পিতৃ তর্পন এর ভীড় চোখে পড়ার মতো। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে তার মধ্যে পিতৃ তর্পন এর উদ্দেশ্যে আসা মানুষের ভীড় কে সামাল দিতে পুলিশ প্রশাসন থেকে সিভিল ডিফেন্স এর বাহিনী টহল দিচ্ছে অহরহ। মন্ত্র পাঠের সঙ্গে ধূপের গন্ধ আর সনাতনী প্রথা কে সামনে রেখে পূর্ব পুরুষ দের স্মরণ করে এই তর্পন হিন্দুদের সভ্যতা সংস্কৃতির অঙ্গ। অতীতে এই তর্পন করতে পরিবারের পুরুষদের প্রাধান্য থাকলেও বর্তমানে মহিলা পুরুষ প্রত্যেকেই এই পিতৃ তর্পনের মাধ্যমে তাঁদের পরিবারের প্ৰিয় জন যারা ইহলোকে বর্তমান নেই তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। তাই আজ থেকেই ঢাকে কাঠি পড়ে গেলো দেবীর নবরাত্রির সূচনার।
পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই ১৫ দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসনে। তাই এই সময় তাঁদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌছায়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদেব স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয়। যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ