সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২২শে সেপ্টেম্বর ২০২৫:- ডিভিসি মোড় সংলগ্ন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এর একটি প্রকল্পের উদ্বোধনে এসে আজ থেকে বেশ কয়েক মাস আগে বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ স্বরব হয়েছিলেন অপরিকল্পিত উড়ালপুল য়া ১৯ নাম্বার ন্যাশনাল হাইওয়ের এক প্রান্তঃ থেকে ডিভিসি মোড়ের অন্য প্রান্তে আসার যে উড়াল পুলটি আছে সেটি বাস্তবে অপরিকল্পিত বলে জানিয়েছিলেন আর তারপরেই তিনি এই বিষয়ে সরব হন যার ফল স্বরূপ দুর্গাপুরের ডিভিডি মোড়ে জাতীয় সড়কে অপরিকল্পিত উড়ালপুল নিয়ে সরব হয়ে সরাসরি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করির দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর সেই দাবির
প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার বিকল্প উড়ালপুল নির্মাণে সম্মতি দিয়েছে। কীর্তি আজাদ স্পষ্ট অভিযোগ তুলে বলেন, “১৯ নম্বর জাতীয় সড়কের ওপর যে উড়ালপুলটি তৈরি হয়েছে তা একেবারেই অপরিকল্পিত। নকশাগত ত্রুটির কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। ভারি গাড়ি উড়ালপুল থেকে নিচে পড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।” তিনি আরও জানান, এই পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ক্ষোভ ছিল। সেই কারণেই তিনি সরাসরি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে লিখিতভাবে বিকল্প উড়ালপুলের দাবি জানান। “আমার সেই চিঠির ভিত্তিতেই কেন্দ্র দ্রুত সাড়া দিয়েছে,” বলেন সাংসদ।কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর ইতিমধ্যেই ডিভিসি মোড়ে বিকল্প উড়ালপুলের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ শুরু হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা তৈরির প্রক্রিয়াও চলছে। কীর্তি আজাদের আশা, “ডিপিআর গতি পেলে দ্রুত নির্মাণকাজ শুরু হবে। নতুন উড়ালপুল তৈরি হলে ডিভিসি জংশনের যানজটের স্থায়ী সমাধান হবে, দুর্ঘটনার ঝুঁকিও কমবে।”
0 মন্তব্যসমূহ