নিজস্ব প্রতিনিধি,২২শে সেপ্টেম্বর, দুর্গাপুর :-
রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ দুপুরে বাঁশকোপা ইপিআইপি শিল্প-তালুকে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একটি নতুন রাস্তা ও নিকাশী নালার উদ্বোধন হয় এদিন। পাশাপাশি ডিভিসি গেটের সামনে রাস্তার সংস্কারের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক ড: সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি রমা প্রসাদ হালদার সহ বিভিন্ন শিল্পপতিরা।
0 মন্তব্যসমূহ