BREAKING NEWS

6/recent/ticker-posts

পুজোর মুখে কংগ্রেসের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর, ২২শে সেপ্টেম্বর ২০২৫:- দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন বছর আগে। তবু এখনো পর্যন্ত নতুন নির্বাচন ঘোষণা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। সোমবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল মহকুমা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচিতে। যুব কংগ্রেস এই বিক্ষোভের ডাক দেয় এবং নেতৃত্ব দেন কংগ্রেসের নেতা তরুণ রায় এবং যুব সভাপতি রবি যাদব ও আইএনটিইউসি জেলা সভাপতি সুভাষ সাহা। প্রায় পঞ্চাশজন কংগ্রেস কর্মী-সমর্থক এদিন দুপুরে স্লোগান তুলে মহকুমা প্রশাসনের গেট ঘেরাও করে অবিলম্বে নিগম নির্বাচনের দাবিতে সরব হন। তাদের অভিযোগ, সরকারের গাফিলতিতেই দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে, ফলে গণতান্ত্রিক অধিকার বঞ্চিত হচ্ছে দুর্গাপুরের নাগরিকরা। গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। প্রশাসনের কাছে তরুণ রায়ের নেতৃত্বে একটি স্মারকলিপি জমা দেন যুব কংগ্রেস নেতারা। তরুণ রায়ের স্পষ্ট হুঁশিয়ারি,"যদি দ্রুত দুর্গাপুর নগর নিগমের ভোটের তারিখ ঘোষণা না হয়, তবে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা।"যুব সভাপতি রবি যাদব বলেন,"দুর্গা পুজোর পরেও নির্বাচন না হলে আমরা নগর নিগমের তালা ঝুলিয়ে দেব।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ