BREAKING NEWS

6/recent/ticker-posts

জন নেতার অস্বাভাবিক মৃ*র্তু।

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর,২০ সেপ্টেম্বর২০২৫ :- তৃণমূল নেতা নিখিল নায়েক এর এহেন অস্বাভাবিক মৃ*র্তু য়াকে কেন্দ্র করে দুর্গাপুর থানার কমলপুর এলাকায় য়থেস্ট চাঞ্চল্য ও উত্তেজনা।এলাকার দীর্ঘদিনের জনপ্রিয় নেতা ছিলেন তিনি, সঙ্গে ছিলেন দক্ষ সংগঠক। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস এসেছিলেন বহু কাল আগে এককথায় বলা যেতে পারে সেই প্রথম দিকের তৃণমূল কংগ্রেসের য়ে কজন তৃণমূল নেতার নাম দুর্গাপুর এ সংবাদ শিরোনামে থাকত তাঁদের মধ্যে একজন ছিলেন তিনি। বহু রাজনৈতিক লড়াই সংগ্রামের সাক্ষী ছিলেন। আজ হটাৎ এমন একজন তৃণমূল নেতার  অস্বাভাবিক মৃ*র্তু কে কেন্দ্র করে তার কর্মী সমর্থকদের মধ্যে য়থেস্ট উত্তেজনা সৃষ্টি হয়। নিখিল বাবুর বাগান বাড়িতে  তার নিথর দেহ দেখে উত্তেজিত জনতা পুলিশ কে নিখিল নায়েকের দেহ উদ্ধার করতে বাধা দিয়ে অভিযুক্ত দের গ্রেফতার করার দাবী তোলেন স্থানীয় অসমর্থিত সূত্রে জানা যায় কিছু পরিচিত দের সঙ্গে নিহত নিখিল নায়েক তার বাগানবাড়িতে পিকনিক এর আয়োজন করেছিলেন কিন্তু দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে তার সন্ধান করতে এলে অস্বাভাবিকভাবে মৃত নিখিল নায়েক কে দেখা যায়। 
ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা দাবী তোলেন এর প্রকৃত অনুসন্ধান ও কারা নিখিল নায়েকের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে এসেছিলো সেটি খুঁজে বের করতে হবে। পরবর্তী কালে গ্রাম ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ঘটনাস্থলে এসে পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের আশ্বাস দিলে পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়। দুর্গাপুরের এসিপি সুবীর রায় বলেন ‘পুলিশ দেহ উদ্ধার করেছে। কী ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে। তদন্ত করা হচ্ছে।’ একে একে তৃণমূলের সমস্ত নেতৃত্ব ঘটনাস্থলে আসেন। তৃণমূল জেলা সভাপতি
নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ও অস্বাভাবিক এই মৃ*র্তু য়া সাধারণ মানুষের সন্দেহ খু*ন করা হয়েছে সেই বিষয়ে তার বক্ত্যব্য নিহত নিখিল নায়েক ছিলেন কমলপুর এলাকার আদিবাসী সম্প্রদায় থেকে এলাকার সমস্ত স্তরের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এক ব্যাক্তিত্ব যার কারনে তৃণমূল এখানে দুর্ভেদ্য ছিলো তাই রাজনৈতিক প্রতিহিংসার কারনে এই ঘটনা হবার আশঙ্কা করেন সেই সাথে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবার জন্যে প্রশাসনের উপরে আস্থা রাখেন। তৃণমূল নেতা উত্তম মুখার্জীকে অত্যন্ত শোকাগ্রস্থ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই বলেন 'পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই প্রকাশ্য দিনের আলোয় নিখিল বাবুর এই অস্বাভাবিক মৃর্তুর তদন্ত হোক। দুর্গাপুর বাসী ভীত দোষীদের খুঁজে বের করুন'।  য়ে প্রশ্ন এখন কমলপুর সহ দুর্গাপুরবাসীর, অভিযুক্ত কে ? অস্বাভাবিক মৃর্তু কেনো ? কি কারনের জন্যে ? রাজনৈতিক কারন না ব্যক্তিগত কারন ? অর্থনৈতিক প্রেক্ষাপট না পুরোনো শত্রুতা ? কিন্তু এই সব প্রশ্নের পরেও আজ কমলপুর সহ দুর্গাপুরবাসী শোকস্তব্ধ তাঁদের দীর্ঘদিনের কাছের মানুষ, কাজের মানুষকে হারানোর জন্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ