BREAKING NEWS

6/recent/ticker-posts

মেস্টিক রোডের উদবোধন, মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে পৌরসভা

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ৮ই সেপ্টেম্বর ২০২৫:- দুর্গাপুরে ২৬ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক থেকে আলিঙ্গন আবাসন পর্যন্ত রাস্তার কাজের শুভ সূচনা করলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য ও সদস্যা দীপঙ্কর লাহা, ধর্মেন্দর যাদব ও রাখি তেওয়ারি। ১.২৫ কিলোমিটার এই রাস্তা মোট এক কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হবে। এই রাস্তা করার কাজের দায়িত্ব পেলেন ঝাঁ এন্টারপ্রাইজের কর্ণাধার অজয় ঝাঁ। প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা জানালেন এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল রাস্তাটি মেস্টিক রোড হবে। এই রাস্তাটি তৈরি হলে সাতটি অঞ্চল উপকৃত হবে। এলাকার মানুষের দাবী য়ে অতিরিক্ত ভারী যানবাহন কে নিয়ন্ত্রণ করা গেলে এই রাস্তা দীর্ঘদিন মানুষের পরিষেবার কাজে লাগবে 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ