সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ২রা সেপ্টেম্বর ২০২৫:- একদিকে ১৪ বছর এর সাফল্যর খতিয়ান আর তার সঙ্গে প্রতিনিয়ত জন সংযোগ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৪ বছর পূর্তি উপলক্ষে যে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছিল,আজ মঙ্গলবার ছিল তার দ্বিতীয় দিন।
কোক ওভেন থানার পক্ষে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই দিন প্রায় শতাধিক মানুষ তাদের চক্ষু পরীক্ষা করেছেন। এই দিনের কর্মসূচিতে পথ চলতি মানুষ, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন আধিকারিকারা তাদের চক্ষু পরীক্ষা করান।
কোক ওভেন থানার ভারপ্রাপ্ত ওসি মইনুল হক কোকওভেন থানার দায়িত্বে আসার পর থেকে সব থেকে বেশী জোর দিয়েছেন জন সংযোগ এর উপরে একদিকে যেমন এতে মানুষের সঙ্গে পুলিশের নিবিড় যোগাযোগ বেড়েছে তেমনি বেশ কিছু ঘটনার তদন্তে কোক ওভেন থানার ভারপ্রাপ্ত ওসি মইনুল হক দেখেছেন সাফল্যের মুখ।
এলাকার সাধারণ মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্কের ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ১৪ বছর পূর্তি উপলক্ষে এই রকম স্বাস্থ্য শিবির এর উদ্যোগকে য়থেস্ট প্রশংসা করে স্থানীয় মানুষ।
0 মন্তব্যসমূহ