BREAKING NEWS

6/recent/ticker-posts

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিল নতুন শিক্ষা ব্যবস্থায়

সন্দীপ ভট্টাচার্য, দুর্গাপুর, ৮ ই সেপ্টেম্বর ২০২৫ :- ২০২৪-২০২৬ শিক্ষা বর্ষ  থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে চারটি সেমিস্টারে বিভক্ত হয়ে আর আজ আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষাথীদের একাদশ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এরপরীক্ষা দেবার পড়ে আজ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৩য় সেমিস্টার আজ থেকে শুরু হলো। ৪র্থ সেমিস্টার ফেব্রুয়ারী ২০২৬ এ হবার কথা।  পশ্চিমবঙ্গে ২০২৬ সালের WBCHSE উচ্চমাধ্যমিক (উচ্চমাধ্যমিক) পরীক্ষা একটি নতুন সেমিস্টার পদ্ধতির অধীনে পরিচালিত হচ্ছে,  পরীক্ষাগুলিতে প্রশ্নের ফর্ম্যাটের কিছু মিশ্রণ থাকবে, যার মধ্যে প্রথম ও তৃতীয় সেমিস্টার MCQ-ভিত্তিক এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (SAQ) এবং বর্ণনামূলক প্রশ্ন (DQ) অন্তর্ভুক্ত থাকবে যা চিন্তাভাবনা এবং লেখার দক্ষতা উভয়কেই উৎসাহিত করবে।WBCHSE একটি সেমিস্টার সিস্টেম বাস্তবায়ন করছে, যার মধ্যে ২০২৬ সালে প্রথম এবং তৃতীয় সেমিস্টারগুলি সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করার জন্য MCQ-ভিত্তিক হবে, যেখানে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে লেখার দক্ষতা বিকাশের জন্য সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। ২০২৪-২৬ শিক্ষাবর্ষের জন্য ৩য় সেমিস্টারের  পরীক্ষা ৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর,২০২৫ তারিখে শেষ হবে। আজ সাগরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে  আনুমানিক প্রায় ২৯৩ জন পরীক্ষর্থীর  ৩য় সেমিস্টার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিলো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর তরফ থেকে,যার মধ্যে ১ জন অনুপস্থিত ছিলো বলে জানান  সাগরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ব্যানার্জী মহাশয় । য়ে সমস্ত স্কুলের ছাত্র ছাত্রী দের পরীক্ষা সেন্টার পড়েছিল সেই স্কুল গুলি হলো রায়রানী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়, আমলাজোড়া উচ্চ বিদ্যালয় ও গোপালপুর উচ্চ বিদ্যালয়। পরীক্ষা কেন্দ্রে পুলিশি ব্যবস্থার সাথে বিদ্যালয়ের তরফেও আটোসটো নিরাপত্তা ব্যবস্থার সাথে লক্ষ্যণীয়।  এছাড়াও দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়ে সর্ব মোট ৩৮০ জন পরিখ্যার্থীর পরীক্ষা নেবার ব্যবস্থা পর্ষদ এর তরফে করা হয় যার মধ্যে ৩ জন অনুপস্থিত ছিলো বলে জানা যায়। তারকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মুখার্জী জানান এবছর তাঁদের স্কুলে নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়(ছাত্র) , সাগরভাঙ্গা হিন্দি উচ্চ বিদ্যালয়( ছাত্র ও ছাত্রী) ও ডিপিএল প্রজেক্ট টাউনশিপ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা ছাড়াও সাগরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা পরীক্ষা দেয়।
নতুন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ উৎসুক আগামী প্রজন্মের সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ