নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর, ২২ শে সেপ্টেম্বর ২০২৫- বর্তমানে যুব সমাজের মধ্যে নেশা এক উদ্বেগ জনক পরিস্থিতি আর তাই উৎসবের মুখে নেশামুক্ত বাংলা গড়ার ডাক। ঘাম ঝরানো ম্যারাথন দৌড়ের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে বিজেপির। আর এই বিষয়ে
বিধানসভা ভোটের আগে আরো কত কি দেখবেন কটাক্ষে তৃণমূল। সোমবার সকালে বিজেপির ‘নম–রান’ কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের বি–ওয়ান মোড় থেকে চন্ডীদাস মার্কেট পর্যন্ত আয়োজিত হল ম্যারাথন দৌড়। কয়েকশো যুবক-যুবতীর পদচারণায় মুখরিত হল প্রায় ৫ কিলোমিটারের পথ।
তার পরেও থামলো না রাজনৈতিক বিতর্ক।বিজেপির জেলা সহ–সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “তারাপীঠের কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো প্রতিটি উৎসবে কোটি কোটি টাকার রাজস্ব আদায়
করে রাজ্য সরকার মদ বিক্রির নামে। এইভাবে যারা সমাজকে দূষিত করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই কর্মসূচি।”
আর তৃণমূল এর বক্ত্যব্য "খেলাধুলা জীবনের একটি পাঠ তবে খেলাধুলাকে রাজনীতির মধ্যে টানছে বিজেপি। কারণ ওরা বুঝে গেছে ২০২৬ নির্বাচনে হেরে যাবে। তাই মানুষের মন পেতে এসব নাটক করছে", বলে পাল্টা কটাক্ষ ছুঁড়লেন, জেলা তৃণমূল নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ