অভি ভট্টাচার্য, বীরভূম, ৩০শে জুলাই ২০২৫ :- জেলার বিভিন্ন পোস্ট অফিসগুলির বেহাল দশা আর তাই নিয়ে সাংসদ সরব হলেন লোকসভায়।সাংসদ শতাব্দী রায় কে বীরভূমের মানুষ পাঠিয়েছেন তাদের অভাব অভিযোগ এবং পরিষেবা সংক্রান্ত বিষয়ে লোকসভায় বক্তব্য রাখতে আর প্রকৃত অর্থে তিনি প্রতিদিন তার কনসিডেন্সির প্রতিটি মানুষের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে লোকসভায় সরব হচ্ছেন।আজকের দিনে ইমেইল, হোয়াটস্যাপ এর যুগে চিঠির গুরুত্ব হ্রাস পেলেও পোস্ট অফিসের বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্যে মানুষের কাছে গুরুত্ব হারায় নি কিন্তু বেহাল দশা পোস্ট অফিসের যার ফলে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আর এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলে এম,পি ফ্যান্ড থেকে করার কথা বলেন কিন্তু মাত্র ৫ কোটি টাকা এম, পি ফান্ড থেকে এই পরিষেবা সম্ভব নয় তাই তিনি আবেদন করেন ফান্ড বৃদ্ধি করার অথবা সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী এই বিষয়ে নজর দিক। অত্যন্ত মার্জিত এবং দক্ষ সংগঠক সাংসদ শতাব্দী রায় বিভিন্ন ক্ষেত্রে মানুষের খুব কাছে পৌঁছে গেছেন।অভিনয়ের জগতে যতদিন তিনি দাপিয়ে অভিনয় করেছেন ততদিন মানুষের অত্যন্ত প্রিয় অভিনেত্রী হিসাবে তাকে দেখা গেছে,আর যখন রাজনীতির আঙ্গিনায় তিনি সাংসদ হিসেবে বীরভূম থেকে মনোনীত হয়েছেন তখন তার প্রতিটি পর্যায়ে লোকসভায় প্রতিবার দেখা গেছে মানুষের জন্য কথা বলতে। কখনো রেলওয়ে ওভার ব্রিজ থেকে শুরু করে তার সংসদ এলাকার বিভিন্ন সমস্যা কে তুলে ধরেছেন তিনি। বিভিন্ন সময়ে বীরভূমের রাজনীতিতে বিভিন্ন রকম রাজনৈতিক ব্যক্তিত্ব দের সংবাদ শিরোনামে লক্ষ্য করা গেলেও সাংসদ শতাব্দীর রায়ের কিন্তু কোন বিরোধিতা,অপ্রিয় ভাষণ বা সামলোচিত বক্ত্যব্য লক্ষ্য করা যায় না। আর আজও গ্রাম বাংলার মানুষের ঘরে তিনি সমান সমাদৃত।
0 মন্তব্যসমূহ