অভি ভট্টাচার্য, দুর্গাপুর -
দুর্গাপুর নগর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সুকান্তপল্লী ক্যানেল পাড়ে বর্ষায় বৃষ্টি জেরে ধসের কবলে রাস্তার একটা বড় অংশ। প্রায় ১২০ টি পরিবার বসবাস করে এলাকায়। ধসের কবলিত রাস্তা দিয়েই জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় এলাকাবাসীদের। স্কুল পড়ুয়া থেকে সাইকেল - বাইক আরোহীদের এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়েই করতে হয় যাতায়াত। প্রায়শই ঘটছে দুর্ঘটনা।
এরই মধ্যে এলাকায় কেউ অসুস্থ হলে কাঁধে করে এই ধস কবলিত রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় তারপর অ্যাম্বুলেন্সে করে মূল রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় হাসপাতাল।এ মতই এর অবস্থায় এলাকাবাসীর দাবি দ্রুত মেরামত করা হোক এই ধস কবলিত রাস্তা। দুর্গাপুর নগর নিগম থেকে প্রায় দুমাস আগে এই ধস কবলিত রাস্তা পরিদর্শন করে যাওয়ার পরও কোনরকম মেরামতির তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
শনিবার দুপুর ১২ টায় দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব এর।
0 মন্তব্যসমূহ