BREAKING NEWS

6/recent/ticker-posts

মহিলা পরিচালিত দুর্গাপূজার শুভ সূচনা দুর্গাপুরে

অভি ভট্টাচার্য, দুর্গাপুর, ২৬শে জুলাই:- শারদীয়ার আকাশে বাতাসে দেবী দুর্গার আগমনে আর বেশী দেরি নেই আর তাই অনুষ্ঠিত হলো দুর্গাপুর বেনাচিতি প্রভাত সংঘ ক্লাবের মহিলা পরিচালিত দুর্গাপুজোর খুঁটিপুজো। এবছর তাঁদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছর প্রভাত সংঘের থিমে কিছু না কিছু চমক থাকে তাই সেই দিক মাথায় রেখে এ বছর রাজস্থানের জয়সলমীরের অবস্থিত অমর সাগর জৈন মন্দিরের আদলে তাঁদের পুজোর প্যান্ডেল হতে চলেছে।পূজোর বাজেট ২২ লক্ষ টাকা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমূল সভাপতি তথা পণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পরিয়াল, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, বেনাচিতি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুতপা বকসী দুর্গাপুর ২ নং ব্লক যুব তৃনমূল সভাপতি রাজু সিং, ২ নং ব্লক ছাত্র পরিষদের সভাপতি অজয় দেবনাথ, ২ নং ব্লক সভানেত্রী মুনমুন সরকার, ১৫ নং ওয়ার্ড কনভেনার গৌরাঙ্গ বাগদি, প্রাক্তন পৌরপিতা সুশীল চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী মনোজ পাল এছাড়া প্রভাত সংঘ ক্লাবের সম্পাদক বিট্টু সান্যাল সহ বিশিষ্ট জনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ