BREAKING NEWS

6/recent/ticker-posts

কোক ওভেন থানার সাফল্যের পরিসংখ্যান এ নতুন পালক

আবার ও কোক ওভেন থানা বড়সড় সাফল্য এর তালিকায় সংযোগ করল একটি সাফল্যের পালক।গত ইংরেজি ২১/০৭/২০২৫  তারিখে মোঃতৌফিক আলী, এমএস স্টার পাওয়ার কর্পোরেশন, তার অভিযোগের ভিত্তিতে একটি চুরির মামলা কোক ওভেন থানায় রুজু হয় যে তাদের কোম্পানির গত ইংরেজি ১২/৭/২০২৫ তারিখে কিছু ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল (11 KV UG cable drum ) নারায়ানপুর এলাকা  যেটি কোক ওভেন থানার এলাকা হইতে  চুরি হয় ।
এই কেবিল WBSEDCL এর কাজে লাগানো হয়।  কোক ওভেন থানা মামলা নম্বর 98/25 dated 21.07.25 u/s 303(2) of BNS 2023 এর অন্তর্গত অভিযোগ পাওয়ার পর কোক ওভেন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় যার নেতৃত্বে থাকেন রিন্টু মাহাতো। এই মামলার তদন্তকারী অফিসার হিসাবে সাব ইন্সপেক্টর রিন্টু মাহাতো কে দেওয়া হয়। প্রথমে নীতেশ কুমার  নামে একজন ড্রাইভার কে আটক করেন  এবং তাকে রিমান্ড নেয়, তারপর তার কাছ থেকে জানা যায় যে সে তার গাড়ি করে উক্ত চুরি যাওয়া মাল নিয়ে লিলুয়া মালিপাঞ্চেঘোরা হাওড়া তে বিক্রি করে । তারপর নীতেশ কুমার যাদব কে সঙ্গে নিয়ে লিলুয়া মালিপাঞ্চেঘোরা হাওড়া তে রেড করে এবং রীতেশ প্রতাপ সিং নামে এক বাক্তি কে আটক করা হয় । তারপর রীতেশ প্রতাপ সিং কে রিমান্ড নিয়ে ইংরেজি ২৭/০৭/২০২৫ তারিখে তাকে সঙ্গে করে নিয়ে আবার লিলুয়া মালিপাঞ্চেঘোরা হাওড়া তে রেড করে এবং তার দেখান মতে অনুজ কুমার নামে একজনকে এরেস্ট করা হয় এবং তার কাছ থেকে সম্পূর্ণ চুরি যাওয়া মাল উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য বাজার দড় ১২ লক্ষ টাকা ।
আজ ইংরেজি ২৮/০৭/২০২৫  তারিখে তাকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হয় । পুলিশের এই কর্মকান্ডে খুশি কোম্পানির মালিক কর্তৃপক্ষ থেকে এলাকায় সাধারণ মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ