পূর্ব ভারত তথা বাংলার চিকিৎসা জগতে মিশন হাসপাতাল সব সময় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এসেছে। আজ একটি সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে মিশন হাসপাতালের কর্ণধার ডক্টর সত্যজিৎ বোস হাসপাতালের মুকুটের নতুন পালকের সংয়োজন এর বার্তা দেওয়ার সাথে মিশন হাসপাতালের মিশন ২.০ এর সূচনা করেন। আজকের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ পায় পূর্ব ভারতের মধ্যে বাংলার দুর্গাপুর এর মিশন হাসপাতালে চিকিৎসার জগতে নতুন সূচনা হলো রোবোটিক সার্জারির। আজকের প্রেস বিজ্ঞপ্তি তে উপস্থিত ছিলেন ডাক্তার অর্ণব চক্রবর্তী, ডাক্তার বিজিত সাহা ও ডাক্তার উষা জন। প্রথম সফল রোবোটিক সার্জারি করা হয় মিশন হাসপাতালে বিগত সপ্তাহের শুক্রবার এক ৮০ বছর বয়সী রোগীর । ডাক্তার অর্ণব চক্রবর্তীর নেতৃত্বে মাত্র তিন ঘন্টার কম সময়ে রোবোটিক হেমিকোলোষ্টমী সার্জারি করে দৃষ্টান্ত স্থাপন করেন। ও সেই সাথে কোলন ক্যান্সার এর চিকিৎসা ক্ষেত্রে ও সাফল্য তে খুশি চিকিৎসক মহল।রোবোটিক সার্জারির অত্যন্ত নিখুঁত পরিসংখ্যান থাকলেও রোবোটিক সার্জারির জন্যে ভারতে স্পেসিফায়েড ডাক্তার এর সংখ্যা মাত্র ৮০ জন এমন টায় শোনা যায় অর্ণব চক্রবর্তী এর মুখে। ডক্টর সত্যজিৎ বোস দাবী করেন য়ে বর্তমানে য়ে রোবোটিক মেশিন যার নাম "দ্যা ভিঞ্চি এক্স আই " এই মেশিন টি এই মুহুর্তে বিশ্বের অন্যতম মেশিন গুলির অন্যতম। প্রায় ৩০ কোটি টাকা ব্যায়ে এই মেশিন এখন মিশন হাসপাতালে আগামী চিকিৎসার গেম চেঞ্জার। ডাঃ বোস বলেন আগামী দিনে ক্যার্ডিয়াক থেকে শুরু করে অন্যান্য সার্জারির ও দিশা দেখাবে এই রোবোটিক সার্জারির মেশিন টি। এছাড়াও ডক্টর সত্যজিৎ বোস বলেন সবথেকে কম খরচে ও সর্বনিম্ন প্যাকেজে দুর্গাপুর তথা পূর্ব ভারতে মানুষের জন্যে পরিষেবা দিতে মিশন হাসপাতাল প্রস্তুত।ডাক্তার অর্ণব চক্রবর্তী বলেন সমগ্র পশ্চিমবঙ্গে মাত্র ৫ জন ডাক্তার এই রোবোটিক সার্জারির জন্যে সার্টিফাইড। ক্যান্সার সার্জারির ক্ষেত্রে মিশন হাসপাতালে এখন এই মুহুর্তে সাফল্য য়থেস্ট উল্লেখযোগ্য।
0 মন্তব্যসমূহ