BREAKING NEWS

6/recent/ticker-posts

মৃত সুতন্দ্রা কাণ্ডে কি নয়া মোড় ? তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে ?

পানাগড় কান্ডে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুসন্ধান কোন পথে হতে চলেছে ?  পুলিশের তরফ থেকে সাংবাদিক দের মুখোমুখি হয় দাবি করা হয়েছিল যে কোন "ইভটিজিং বা অশ্লীল কটূক্তি "জাতীয় কোন ঘটনা ঘটেনি , এবং অভিযোগকারীরা তাদের লিখিত বয়ানে কোনরকম "ইভটিজিং বা অশ্লীল কটুক্তি"র কথা উল্লেখও করেনি ।  উল্টে পুলিশের তরফ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছিল যেখানে দেখা গেছিল য়ে অভিযোগ কারীর গাড়ীটি যার দিকে আভিযোগ সেই সাদা রংয়ের গাড়ী যেটি  বাবলু যাদব এর নামে রেজিস্ট্রার  সেই গাড়ির পিছনে উর্ধ গতিতে ছুটে চলেছে। সিসিটিভি র এই ভিডিও তে দেখা যাচ্ছে য়ে মুহূর্ত টি সেই বিষয় এর  দিকেই পুলিশ বারবার করে জোর দিয়েছিল । আর এর পরেই মৃতার পরিবার বা সঙ্গীদের অভিযোগ ও বাবলু যাদবের অন্তরালে চলে যাওয়া নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয় । যার পরবর্তীকালে এই ঘটনার তদন্তের দায়ভার গিয়ে পৌঁছায় cid তদন্তকারী অফিসারদের কাছে। আর আজ মৃতার গাড়িতে যে সঙ্গীরা ছিলেন তাঁদের মধ্যে বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ সহ আরেকজনকে তদন্তের স্বার্থে কাঁকশা থানায় ডেকে পাঠানো হয়। পুলিসের তরফে পরিষ্কারভাবে কিছু জানানো না হলেও তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে আজকে পেশ করা হয়েছে। গোপন জবানবন্দির বিষয়টি অসমর্থিত সূত্রে শোনা গেলেও ঠিক কি কারনে মহকুমা আদালতে হাজির করা হলো সেটি সময়ের সাথে প্রকাশ পাবে বলে অনুমান। ঘর্টনার সত্য প্রকাশ নাটকীয়ভাবে কোন দিকে মোর নেয় তার দিকে তাকিয়ে সাধারণ জনগণ। কিন্তু কিছু প্রশ্ন থেকেই গেল সেগুলি হলো মৃতার ও অভিযোগকারীদের গাড়িটিকে যদি সত্যিই বাবলু যাদব এর নামে রেজিস্ট্রার গাড়ী থেকে "অশ্লীল কটুক্তি অথবা বিরক্ত" কর কোন পরিস্থিতির সৃষ্টি করেছিল তাহলে বুদবুদ থেকে পানাগরের মধ্যবর্তী কোন জায়গায় মৃতা তরুণী বা তাঁর সাথীরা কি 100 ডায়েল এ ফোন করে পুলিশি সহযোগিতা চেয়েছিল ?   যদি মৃতা তরুণী বা অভিযোগকারীদের গাড়ি বাবলু যাদবের নামে যে সাদা গাড়ির রেজিস্ট্রেশান সেই গাড়ীর ভেতরে থাকা যাত্রীদের দ্বারা ভয়ে আতঙ্কিত হয়েছিল তাহলে তারা তার পেছনে উর্ধোগতিতে যাচ্ছে কেন ?  অথবা সরাসরি নিকটবর্তী কোন পুলিশের সহযোগিতা পাবার জন্য কাঁকসা থানায় কেন তারা পৌঁছালেন না ?এছাড়া আরো একটি বিসয় য়ে অভিযোগকারীরা য়ার দিকে অভিযোগ সেই গাড়ীর পেছনে ধাওয়া না করে তার উল্টোদিকে গাড়ী ঘুরিয়ে নিজেদের কে সুরক্ষিত কোন জায়গায় পৌঁছালেন না ? য়ে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে তাঁর আগে কি কোথাও কোন রহস্য নুকিয়ে আছে যার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে এই মৃত্যুর আসল রহস্য সমাধান হতে পারে ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ