BREAKING NEWS

6/recent/ticker-posts

পানাগড় কাণ্ডে রহস্য উন্মোচন এবার সময়ের অপেক্ষা কি ?

পানাগড় কাণ্ডের ঘটনা নিয়ে গতকালের আমাদের একটি প্রতিবেদন এ আমাদের কিছু প্রশ্ন ছিলো যার মধ্যে অভিয়োগকারীর গাড়ি কেন যার দিকে অভিযোগ তার পেছনে উর্দ্ধ গতিতে দৌড়াচ্ছে ? ১০০ ডায়াল এ কি ফোন করা হয়েছিল সাহায্যের জন্যে ? মৃতা ও তার সঙ্গীরা পেছনে ধাওয়া না করে সুরক্ষিত হবার জন্যে অন্যদিকে গাড়ি কেন ঘুরিয়ে নেয় নি ? এরকম কিছু প্রশ্ন আমরা প্রতিবেদনে রেখেছিলাম যার উত্তর খুঁজছিলাম আর ঘটনার ৪ দিনের মাথায় যার দিকে অন্যতম অভিযোগ সেই বাবলু য়াদব কাঁকশা থানায় পৌঁছাতেই ঘটনা কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে। একদিকে সিসিটিভি ফুটেজ দেখে মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায় এর মায়ের "ইভ টিজিং বা নারী সুরখ্যা " এসব ধরনের বক্ত্যবের থেকে কিছুটা সরে গিয়ে প্রকৃত দোষীর বিচার ও স্বচ্ছ তদন্ত চাইছেন আর অন্যদিকে তদন্তের জাল গুটিয়ে পুলিশের মুখের হাসি চওড়া হচ্ছে বলে অনুমান করছে অনেকেই।বাবলু যাদবের আইনজীবী সজল সাহা দাবী করেন তার মক্কেল ঘটনার পরে ভয়ে ভীত হয়ে উত্তর প্রদেশ চলে গেছিল গতকাল ফিরছিল,আর পশ্চিম বর্ধমান ঢুকতেই আসানসোল দুর্গাপুর পুলিশ তাঁকে আটক করেন। আইনজীবী বলেন তার মক্কেল বর্ধমান হাসপাতাল থেকে এক পরিচিত কে দেখে ফেরার সময়ে মৃতা সুতন্দ্রার গাড়ির সঙ্গে একটি সংঘর্ষ হয় যার ফলে মৃতা সুতন্দ্রা ও তার সঙ্গীরা বাবলু যাদবের গাড়িটিকে ধাওয়া করছিল আর বাবলু যাদব তার বাড়ির দিকে গাড়ি ঘোরাতেই পেছনে থাকা মৃতা সুতন্দ্রা য়ে গাড়িটিতে ছিলেন সেই গাড়িটি গতি সামলাতে না পেরে উল্টে যায়,যার পরে এই ধরনের ঘটনা ঘটে। এক্ষেত্রে আইনজীবি বলেন মৃতা সুতন্দ্রার গাড়ির যিনি চালক ছিলেন তার ভুলেই এই ধরনের প্রানহানি ঘটেছে গাড়ির চালকের দায়িত্ব ছিলো গাড়ির গতি নিয়ন্ত্রণ করার।এছাড়াও মৃতা সুতন্দ্রা গাড়ির চালক কে নির্দেশ দিয়েছিলো বাবলু যাদবের গাড়িটি কে ধাওয়া করার বলেও আইনজীবী সজল সাহা বলেন। আজ কোর্টএ বাবলু যাদব কে পেশ করে রিমান্ডে নেওয়া হবে ও তদন্ত কে আরো খুঁটিয়ে দেখতে ঘটনার রিকনস্ট্রাকশন করা হতে পারে বলে পুলিশ এর তরফ থেকে জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ