বড়সড় দুর্ঘটনার শিকার দুর্গাপুর সিটি সেন্টার ফ্লাইওভার এ। একটি আনুমানিক ২৪ টন কয়লা বোঝায় ট্রাক ফ্লাইওভারের রেলিং ও গার্ড ওয়াল এ ভেঙ্গে সার্ভিস রোড ও ফ্লাইওভারের মধ্যবর্তী জায়গায় আটকে যায় ঘটনা প্রসঙ্গে জানা যায় যে আনুমানিক ২৪ টন কয়লা বোঝায় ট্র্যাকটি রানিগঞ্জ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। গাড়ির চালক জানান যে স্টেয়ারিং এর কেটে যাওয়ার পরে ফলে গাড়িটি রেলিং এবং গার্ড ওয়াল এর মাঝখানে এই দুর্ঘটনার শিকার হয়। গাড়ির চালক বা কোন ব্যাক্তির হতা হতের খবর পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ