BREAKING NEWS

6/recent/ticker-posts

৩৭ তম জাতীয় দাবা প্রতিযোগীতার চূড়ান্ত ফলাফল ঘোষণা

বিগত সাত দিন ধরে দুর্গাপুরে আয়োজিত ৩৭ তম জাতীয় স্তরের অনূর্ধ্ব ১৩ দাবা চ্যাম্পিয়নশিপের সমাপ্তি অনুষ্ঠান হল গতকাল। প্রতিযোগিতা চূড়ান্ত পর্বে শেষে অনূর্ধ্ব ১৩ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী কিশোর ও কিশোর কিশোরীদের মধ্যে দুই পক্ষের প্রায় 40 জনকে বেছে নেওয়া হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে মেয়েদের স্থান যথেষ্ট চোখে পড়ার মতন ছিল। মেয়েদের মধ্যে প্রথম স্থান পায় তেলেঙ্গানার সারণ্য দেবী নরহরি, দ্বিতীয় স্থান অধিকার করে তামিলনাড়ু নিবেদিতা ভিসিং ও তৃতীয় স্থান পায় মহারাষ্ট্রের নিহিরা কল। আর ছেলেদের মধ্যে প্রথম হয় বিহারের রেহান মোহাম্মদ,দ্বিতীয় স্থান পায়ে মহারাষ্ট্রের শ্রেলা প্রথমেশ এবং তৃতীয় স্থান অধিকার করেন তামিলনাড়ুর প্রণব সাইরাম আর এস।
 এই বছর এই দাবা প্রতিযোগিতার পুরস্কার মূল্য ছিল প্রায় আট লক্ষাধিক টাকা। চারশোর বেশি দাবা খেলোয়াড় এই ৩৭ তম জাতীয় অনূর্ধ্ব ১৩ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে দাবা প্রতিযোগিতার আয়োজন করতে আনুমানিক খরচ  ২০ থেকে ২৫ লক্ষ টাকা বলে জানায় কর্তৃপক্ষ। এই দাবা চ্যাম্পিয়নশিপের লক্ষ্য প্রতি বছর বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া দাবা চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করার জন্য দেশের বিভিন্ন প্রান্তঃথেকে খেলোয়াড়দেরকে বেছে তুলে আনা ও শীর্ষস্থানীয় খেলোয়াড়দের নির্বাচন করা। বিশ্ব অনুর্ধ ১৩ বার্ষিয় দাবা চ্যাম্পিয়ন শিপ এর পাশাপাশি এশিয়ার দাবা চ্যাম্পিয়নশিপ এর জন্য একটি নির্বাচনী টুর্নামেন্ট হিসাবে প্রতিযোগিতা চূড়ান্ত দিনে উপস্থিত ছিলেন ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, টুর্নামেন্টের কার্যকরী কমিটির সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই প্রতিযোগিতার মূল লক্ষ্য দাবা খেলাকে আরো জনপ্রিয় করে তোলা এবং দাওয়াত খেলার প্রতি প্রত্যেকে আকর্ষণ সৃষ্টি করা  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ