"যত মত তত পথ " আর " টাকা মাটি মাটি টাকা " একথা স্বয়ং রামকৃষ্ণ দেবের। আর সেই পরম পুরুষ রামকৃষ্ণ দেবের কল্পতরু হবার স্মৃতি তে বছর শুরুর ১লা জানুয়ারি থেকে ১০ দিন ব্যাপী য়ে কল্পতরু উৎসব হয় দুর্গাপুর এ তাঁকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই বিতর্ক দেখা গেছে আর সেই বিতর্কের মাঝেই কোর কমিটি নিজেদের নাম নিজেরাই প্রেস মিটে ঘোষণা করেন আর বলেন য়ে কিছু আন্টি এলিমেন্ট দের বিদ্রোহ কে তারা পাত্তা দিতে নারাজ। কিন্তু বিরোধীদের অভিযোগ বিগত বছরের থেকে চেয়ার ধরে থাকা এবারের বর্তমান কমিটি স্বচ্ছ ও সুন্দর বলে জাহির করলেও এই মেলা কে কেন্দ্র করে য়ে পরিমান টাকা আয় হয় তার উপযুক্ত হিসাবে সন্দেহ আছে। বিরোধী দলের তরুণ তুর্কি নেতা চন্দ্রশেখর বলেন মানুষ অতিষ্ট ডেস্টিনেশন দুর্গাপুর এর স্বাস্থ্য, শিক্ষা, ইন্ডাস্ট্রি র সুবিধা থাকলেও দুর্গাপুর এ সেগুলোকে উপযুক্ত ভাবে নিয়োগ করতে বার্থ শাসক তাই তারা এই উৎসবে মেতেছে। আর উৎসব কে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল মানুষ দেখছে। ডিপিএল এর এক সময় কংগ্রেস ও সিপিএম এর শক্ত ঘাঁটি থাকলেও বর্তমানে ভাটা পড়েছে। আজ সন্ধ্যায় দেখা যায় বিতর্কিত কল্পতরু বুকিং ক্যাম্প এ আগুন তরিঘড়ি কোকোভেন থানার পুলিশ ও স্থানীয় মানুষ ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু প্রশ্ন "অ আ ক খ " ক্লাব এর সামনে গ্যামন ব্রিজ এর মতো ব্যাস্ত একটি জায়গা যেখানে ডিপিএল কলোনী , বিরভানপুর, বনিকমোর, ডুমুরতলা, দুর্গাপুর স্টেশন যাবার সংযোগ স্থলে এরকম ঘটনা চিন্তার বিষয়।
0 মন্তব্যসমূহ