ন্যাপথলিন কারখানার ভাটি বিস্ফোরণে অগ্নিদগ্ধ এক শ্রমিক। দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকের নাম অমর দাস, তার বাড়ি বাঁকুড়া জেলার বড়জোরার প্রতাপপুর অঞ্চলে। মুচিপারা আইটিআই সংলগ্ন এই ন্যাপথলিন কারখানার ভায়াবহ এই দুর্ঘটনায় আশেপাশে মানুষের মধ্যে আলোড়ন পড়ে যায়।
দুর্ঘটনাগস তো শ্রমিককে তড়িঘড়ি স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যথাসম্ভব পৌঁছে উদ্ধারকার্যে হাত লাগান। আগুনের শিখা এতটাই ভয়াবহ ছিল যা আশেপাশে মানুষের কাছে আতঙ্কের সৃষ্টি হয়। বুধবার বিকেলের এই দুর্ঘটনার পরিপেক্ষিতে কারখানায় শ্রমিক সুরক্ষার বিষয়টি আবারও প্রশ্ন চিহ্ন এর মধ্যে উঠতে শুরু করেছে।
ঘটনা স্থলে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ স্থানীয় ২৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার শ্রীমতি অঙ্কিতা চৌধুরী ও তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকারের উপস্থিত থেকে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান।
0 মন্তব্যসমূহ