আনন্দ উৎসব অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে উঠলেন দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস কর্মীরা। পশ্চিমবঙ্গের ছটি উপনির্বাচনে তৃণমূলের জয়লাভের পরে দুর্গাপুর জেলা অফিসে মহিলা তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস যথেষ্ট চোখে পড়ার মতন ছিল। বিরোধীদের সমস্ত দাবি ও অভিযোগ কে নস্যাৎ করে তৃণমূলের ছয় ছটি উপনির্বাচনের জয় লাভের পরে দুর্গাপুরের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস যথেষ্ট চোখে পড়া ছিল।
পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে এই বিজয় উৎসব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা দাবি করেন য়ে বিরোধীরা যতই সরকারের বিরুদ্ধে অপপ্রচার বা কুৎসা করুক না কেন সাধারণ মানুষ ও জনগণ পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ভরসা করেন। মমতা ব্যানার্জ্জীর উন্নয়ন ও কল্যাণমূলক কাজের সুফল এর ফলাফল এই উপ নির্বাচন গুলির পরিসংখ্যান। তাঁদের দাবী এই উপ নির্বাচন এর ফলাফল এর মতোয় আগামী দুর্গাপুর পৌরসভা নির্বাচনের ফলাফল বিরোধী শুন্য হবে।
তৃণমূল কর্মীরা মিষ্টি মুখে আজকের এই বিরোধীশূন্য উপনির্বাচনের ফলাফলে তাঁদের আনন্দ উৎসব পালন করেন।
0 মন্তব্যসমূহ