BREAKING NEWS

6/recent/ticker-posts

জোড়া গ্রাফতারি তে আলোড়ন রাজনৈতিক মহলে

এখনও দিদি না বললে কিছুই হয় না আর তাই গতকাল  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন পুলিশকে ও রাজ্যের ইনভেস্টটিং ডিপার্টমেন্ট এর কাজ কে নিয়ে । আর শুধু গতকালই বা কেন ! এর আগেও মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠক থেকে দুর্গাপুরের বিভিন্ন কারখানায় চলতে থাকা চাঁদার জুলুম থেকে অনৈতিক কাজকর্মের বিষয়ে তার বক্ত্যব্য দিয়েছেন। আর গতকাল মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার নড়েচড়ে বসলো আসানসোল দুর্গাপুর পুলিশ । দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ গ্রেপ্তার করলো দুর্গাপুরের তৃণমূলের তিন নম্বর ব্লকের সহ সভাপতি শুভাশীষ পাঁজা ওরফে রিন্টু পাঁজাকে,এছাড়াও রিন্টু পাঁজা দুর্গাপুরের ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজার স্বামী। এছাড়াও আরো একজন কে গ্রেপ্তার করা হলো তিনি হলেন দুর্গাপুরের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপিতা অরবিন্দ নন্দী ওরফে বুকুন নন্দী। দুই তৃণমূল নেতার বিরুদ্ধে চুরি  সহ অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পরে  ঝুকি এড়াতে আজ ভোরে কোকওভেন থানা থেকে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয়এই দুই তৃণমূল নেতাকে, আর দুর্গাপুর থানা থেকে থেকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে। যদিও দল পাশেই আছে বলে দাবি করলেন ধৃত তৃণমূল নেতা শুভাশীষ পাঁজা ওরফে রিন্টু পাঁজা। গোটা ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয় ও  জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর বক্তব্য এদের বক্ত্যব্য এসব আই ওয়াশ। গোটা ঘটনায় দুর্গাপুরে ব্যাপক তোলপাড়।
জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবী তিনি এতদিন য়া বলে এসেছেন তাহলে কি তাই প্রমান হলো?  জগদ্ধাত্রী পূজার পর থেকেই স্থানীয় বন্ধ বেসরকারি কারখানা থেকে  চুরির ঘটনার অভিযোগ সামনে এনে চন্দ্রশেখর বাবু কিছু বিস্ফোরক বক্ত্যব্য রাখেন আর আজকের ঘটনার পড়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী কে ধ্যন্যবাদ জ্ঞাপন করেন আর সেই সাথে তার অভিযোগ এর তীর য়ে সত্য সে কথাও বলেন। তিনি বলেন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ কে তিনি সাধুবাদ জানান। চন্দ্রশেখর বাবু বলেছেন কিছু অসাধু ব্যাক্তি তৃণমূল এর সাথে যুক্ত হয়ে নিজেদের ব্যাক্তি স্বার্থে তৃণমূল কে বদনাম করছে, এই বক্ত্যব্য য়ে তাঁদের দীঘিদিনের  সে কথাও বলেন বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জ্জী।
আদালত চত্বরে এই দুই তৃণমূল নেতাকে নিয়ে আসা হলে বেশ কিছু কর্মীদের ভীড় চোখে পড়ার মতো ছিলো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ