এবারের শিল্পাঞ্চলে রাজস্থানী হাওয়া বইছে দিকে দিকে আর তার ব্যতিক্রম নয় অম্বুজায় ঊর্বশীর দুর্গাপুজো। প্রতিবছরই উর্বশী দূর্গাপুজো কমিটি দর্শণার্থী দের মন কাড়ে তাদের নিত্যনতুন চিন্তাভাবনার দৃষ্টির সৃষ্টিতে যেটি তারা ফুটিয়ে তোলেন তাদের পূজা মন্ডপে।
আর এবারের দুর্গাপূজা মণ্ডপ যেটি রাজস্থানী ঘরানার অনুপ্রেরণায় তৈরি একটি মন্দির যে মন্দিরকে সত্যিই একবার দেখলে বারবার দেখবার জন্য ছুটে যেতে হয় উর্বশীর পুজো মন্ডপে।
মন্ডপটির প্রতিটি কোনায় তাদের শিল্প-সংস্কৃতির ছাপ পরিলক্ষিত করা যায় এবং মন্ডপে ঢুকলেই রাজস্থানী সংগীত,রাজস্থানী নৃত্যে আপনার মন এক অন্য পরিবেশে নিয়ে চলে যাবে । এ বছর উর্বশী দূর্গা প্রতিমা মন্ডপের সঙ্গে সাদৃশ্য রেখে তৈরী করা হয়েছে এবং প্রতিমাটির মধ্যে এক নতুনত্ব বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে।
চতুর্থীর সন্ধ্যায় এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি তে এই মন্ডপের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান এর জেলাশাসক এস পূর্ণবলম আইএস, মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়,সাংসদ কীর্তি আজাদ মহাশয়,পশ্চিম বর্ধমান এর জেলা সভাপতি শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্যের গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয় , এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত মহাশয় ও এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল,রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে আরো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি কালকে এক অন্য মাত্রা এনে দিয়েছিল উর্বশী পূজা মন্ডপে।
গতকাল মন্ডপটির উদ্বোধন অনুষ্ঠানে কমিটি তাঁদের থিম সং এর আনুষ্ঠানিক উদবোধন করেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের কে রাজস্থানী ঘরানার পাগড়ী পরিয়ে তাদেরকে সম্বর্ধিত করেন পুজো কমিটির উদ্যোক্তারা।
সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন যখন বিশিষ্ট ব্যক্তিদের প্রদীপ প্রজ্জলনের সঙ্গে সঙ্গে রাজস্থানী নৃত্যে তাদেরকে আহ্বান জানানো হয় মন্ডপ প্রাঙ্গনে।
আপামর মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতন উর্বশী পূজা মন্ডপে।
0 মন্তব্যসমূহ