রাজস্থানের থিমে দুর্গাপুরে যেখানে বেশ কয়েকটি পূজা মন্ডপ সেজে উঠেছে সেইখানে সেপকো টাউনশিপের রাজস্থানের এক অন্য ঘরানা কে তুলে ধরা হয়েছে।
এখানে ১৯৫০ সালের আগে রাজস্থানের নাম যখন রাজপুতানা ছিল সেই রাজপুতানা ঘরানা কে তুলে ধরার চেষ্টা করেছেন সেপকো টাউনশিপ পূজা কমিটি।
পঞ্চমীর সন্ধ্যায় বর্ষিয়ান তৃণমূল নেতা অমিতাভ ব্যানার্জির হাত ধরে এই মন্ডপটির উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী,মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা।
পুজো কমিটির সেক্রেটারি প্রবীর দত্ত ও কালচার সেক্রেটারি নিরঞ্জন মন্ডল জানান যে ২২ তম এই বর্ষে ১৯৫০ সালের পূর্বে রাজস্থান যখন রাজপুতানা ঘরানা ছিল সেই ঘরনাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।প্রতিমাতেও সেই ঐতিহ্য তুলে ধরা হয়েছে । মন্ডপের সর্বত্র রাজস্থানী রাজপুতানা ঘরানার রাজাদের যে বৈশিষ্ট্য তাকে তুলে ধরার চেষ্টা চেষ্টা করেছেন কমিটি কর্তৃপক্ষ।
0 মন্তব্যসমূহ