BREAKING NEWS

6/recent/ticker-posts

উল্লেখযোগ্য জন সমাগমে মহালয়ার পিতৃতর্পন এর সঙ্গে উৎসব এর শুভ সূচনা

মহালয়া শব্দটির অর্থ, মহান আলয় বা আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন, সেই মহান আলয়। পুরাণ মতে, ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনও নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত আর এই অশ্বিন মাসের শুক্লা পক্ষ অমাবস্যা তিথির পরেই সেই বিশেষ সন্ধিখন এর সূচনা হয়| মহাভারতের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে  গোটা বছরের মাত্র ১৫ দিন পিতৃপক্ষ বলে ঘোষিত আর এই সময় পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পন এর প্রথা হিন্দু শাস্ত্রে গুরুত্বপূর্ণ।২০২৪ সালের মহালয়ার এই সন্ধিক্ষনে বাংলার বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুর আসানসোল এর বিভিন্ন নদী ঘাটে সাধারণ মানুষের সঙ্গে ভি,ভি,পি ব্যাক্তিদের ও তর্পন এর উদ্দেশে নদী ঘাটে দেখতে পাওয়া যায়। পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে শুরু করে দুর্গাপুর পশ্চিম বিজেপির বিধায়ক লক্ষন চন্দ্র ঘোড়ুই মহাশয়, বিজেপির যুব নেতা চন্দ্রশেখর ব্যানার্জ্জী, প্রাক্তন দুর্গাপুর এর বিধায়ক বিশ্বনাথ পরিয়াল থেকে পুলিশের কর্তা ব্যাক্তি দের নদী ঘাটে তাঁদের পূর্ব পুরুষ দের উদ্দেশ্যে তর্পন করতে উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো।আর এই পিতৃ তর্পন এর উদ্দেশ্য তে জড়ো হওয়া মানুষের নিরাপত্তার জন্যে প্রসাশনিক ব্যাবস্থা ছিলো চোখে পড়ার মতো নদী ঘাটে ২টি স্তরে ছিলো সুরক্ষা ব্যাবস্থা, ছিল কুইক রেস্পন্স টিমের সতর্ক নজরদারি। বলা যেতেই পারে যে পুজোর আগেই এই মহালয়ার সুরক্ষা ছিলো প্রশাসনের কাছে এক হোম ওয়ার্ক। মানুষের শতস্ফূর্ততা ছিলো চোখে পড়ার মতো। মানুষ কি তালে উৎসবে ফিরছে ? 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ