BREAKING NEWS

6/recent/ticker-posts

হাজারো দূর্গা বরনে তিনি দুর্গোৎসব এর সূচনা করলেন মহালয়ার প্রাক্কালে

অভি ভট্টাচার্য্য, দুর্গাপুর :- দেবী পক্ষের আর কিছুক্ষন অপেখ্যা কিন্তু দেবী বরনে বিধায়ক আজ সহস্র দেবীর আশীর্বাদ নিয়ে সুচনা করলেন দেবীপক্ষর।  মহালয়ার আগের দিন শুরু হল পাণ্ডবেশ্বর বিধানসভার আনুমানিক 60000 মায়েদের হাতে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা।  মঙ্গলবার দুপুরে বহুলা স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল এই বস্ত্রদান শিবির।মঙ্গলবার দুপুরে বহুলা স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘ বসন পরো মা’ কর্মসূচীর বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী, দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, বীর বাহাদুর সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাণ্ডবেশ্বর বিধানসভার 12টি পঞ্চায়েত এলাকার মায়েদের হাতে পূজা প্রাক্কালে শাড়ি তুলে দেওয়া হবে। প্রাথমিক ভাবে আজ বহুলা পঞ্চায়েতের প্রায় ৫৫০০ জন, এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার ৫০০০ জন মহিলার হাতে এদিন দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র উপহার দেয়া হয়। এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এটা নতুন কিছু নয় প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে। তারই শুভ সূচনা হল আজ থেকে। শাড়ি দেওয়াটা বড় কথা নয়, আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকটা মা আসেন এটাই বড় কথা। এছাড়া নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান দেবী পক্ষে প্রতিটি নারী দেবীর স্বরূপা তাই শারদীয়ার আনন্দে যেন সবার মুখে হাসি থাকে সেই জন্যে উদ্যোগ আর স্বাভাবিক ভাবে এদিন এই কর্মসূচি তে মহিলাদের উদ্দীপনা ও উৎসাহ চোখে পড়ার মতো ছিলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ