দুর্গাপুরের চারদিকে যখন রাজস্থান থিমের ছড়াছড়ি তখন যদি দুর্গাপুরের মধ্যে আপনি কৈলাস পর্বতের শিবালয়ের অনুকরণে প্রতিমা এবং প্যান্ডেল দেখতে চান তাহলে আপনার গন্তব্য হতেই পারে শ্যামপুর আদিবেদী সার্বজনীন দুর্গাপূজা।
এলাকার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পঞ্চমীর সন্ধ্যার উদ্বোধন কর্মসূচি।
আজ পঞ্চমীর সন্ধ্যেবেলায় মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় এর উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল শ্যামপুর আদিবেদী সার্বজনীন দুর্গোৎসব পুজোর । এ বছর আদিবাদী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি ৬৯ বছরএ পদার্পণ করেছে। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও চেয়ারপারসন প্রাক্তন কাউন্সিলর শ্রীমতি পিয়াঙ্কি পাঁজা র ত্বত্বাবধানে পুজো প্রাঙ্গন এক উৎসব মুখর রূপে সেজে উঠেছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় মানুষের কাছে সবথেকে আনন্দের বিষয় হয়ে উঠে মহকুমা শাসকের সুমিষ্ট ব্যবহার ও মানুষের সঙ্গে আন্তরিক জনসংযোগ। উদ্বোধনী অনুষ্ঠানে কচিকাচাদের উপস্থিতিতে অনুষ্ঠানটিকে আরো বর্ণময় রূপ দেয়।
0 মন্তব্যসমূহ