দুর্গাপুরের বড় পুজো গুলির মধ্যে অন্যতম বিধাননগর সেন্টস সার্বজনীন দুর্গাপুজো। আর এ বছরের দুর্গা পূজার থিম "ধৃতী " য়া দুর্গাপুরের নজরকাড়া পূজার দাবী রাখছে ।
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এ বছরের মন্ডপ করে দর্শণার্থী দের নজরে আসছে সেন্টস পূজা কমিটি উদ্যোক্তারা। মন্ডপ তৈরি করতে যে উপাদান গুলি ব্যবহার করা হয়েছে তার মধ্যে রয়েছে চালতা গাছের পাতা, পদ্ম ট্যাটু, কয়েদ বেলের খোলা, দামিনী গাছের ফল, শামুক, এক বিশেষ ধরনের ঘাস ও শাল পাতার বাটি ছাড়াও আরো বেশ কিছু উপাদান।
পূজা কমিটির সদস্য সুমন রজক, হৃদয় সাঁই বলেন যে ৫৪ তম বর্ষে তাদের দুর্গাপুজো দুর্গাপুরে অন্যান্য দুর্গাপুজাগুলি থেকে সম্পূর্ণরূপে আলাদা। দুর্গাপুরের একাধিক বড় বড় স্ট্রাকচার বা রাজস্থানের উপরে থিমের পূজা কমিটিগুলির প্যান্ডেল দেখতে দেখতে সাধারণ মানুষ এর নজর একটু অন্য রকম মন্ডপ এর খোঁজ পড়বে তখন সেই চাহিদা পূরণ করতে তাঁদের পূজা অগ্রণী ভূমিকা গ্রহণ করবে।
এবছর তাদের দুর্গাপুজোর উদ্বোধন করবেন প্রবীন নাগরিক এস,বি ভট্টাচার্যী ও ত্রিলোচন চক্রবর্তী এর মতন ৮০উর্দ্ধ প্রবীণরা।
0 মন্তব্যসমূহ